• লা লিগা
  • " />

     

    'চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করাই রিয়ালের লক্ষ্য হওয়া উচিত'

    'চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করাই রিয়ালের লক্ষ্য হওয়া উচিত'    

     

    লিগের অর্ধেক পেরনোর আগেই শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান দাঁড়িয়েছে ১৬ পয়েন্ট। লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ভিলারিয়ালের কাছে পরাজয়ের পর শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস বলছেন, শিরোপা নয়, পরবর্তী চ্যাম্পিয়নস লিগের জন্য সরাসরি কোয়ালিফাই করাই এখন রিয়ালের লক্ষ্য হওয়া উচিত।

     

     

    ২০০৯ সালের পর এবারই প্রথম টানা দুই 'হোম' ম্যাচ হারল রিয়াল, তিন ম্যাচে আসেনি জয়। গতবার প্রবল প্রতাপের সাথে খেলা জিনেদিন জিদানের দলকে এবার প্রতিনিয়তই আরও বেশি ফিকে লাগছে। ক্রুস মনে করেন, শিরোপার আশা শেষ রিয়ালের, “আমাদের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই আগাতে হবে। পরের চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার দিকেই সব মনোযোগ দেওয়া উচিত দলের। লিগে এই মুহূর্তে এটাই আমাদের প্রধান লক্ষ্য হতে হবে। তাহলে শীর্ষ চারে থেকেই চ্যাম্পিয়নস লিগে যেতে পারব।”

    ভালো খেলেও ইতিবাচক ফলাফল না আনতে পেরে হতাশ ক্রুস, “এই মুহূর্তে রিয়ালের প্রধান সমস্যা হচ্ছে, আমরা সবকিছুই করছি কিন্তু ফল আসছে না। পুরো ৯০ মিনিটে আমরা কম চেষ্টা করিনি, কম সুযোগ আসেনি। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে। এভাবে হেরে যাওয়া অবশ্যই কষ্টের।”