• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    কোহলিকে ভয় পায় বিসিসিআই!

    কোহলিকে ভয় পায় বিসিসিআই!    

    দলে তিনিই যে ‘সর্বেসর্বা’, সেটা কোচ নির্বাচনের সময় খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। ভারতীয় দলে বিরাট কোহলির কথাই যে ‘শেষ কথা’, সেটা কমবেশি সবাই আঁচ করেছেন। বিসিসিআইয়ের সাবেক কর্মকর্তা রামচন্দ্র গুহ বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডও নাকি কোহলিকে কিছু বলতে ভয় পায়!

     

     

     

    ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলিকে একটু বেশিই মান্য করে বলে জানালেন রামচন্দ্র, ‘আমাদের দেশের সংসদে প্রধানমন্ত্রীকে যতটা না মান্য করা হয়, বিসিসিআই তার চেয়ে বেশি মান্য করে কোহলিকে। অধিনায়ক হিসেবে তাঁর সব কথাতেই রাজি হয় বোর্ড। যেটা কোহলির এখতিয়ারের বাইরে, সেখানেও তাঁর কথা ফেলা হয় না। কোহলির বিপক্ষে যেতেও মনে হয় খানিকটা ভয় পায় বোর্ড।’

     

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মাঝে সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছে, চোখ রাঙাচ্ছে ধবলধোলাই। রামচন্দ্র মনে করেন, কোহলিকে অতিরিক্ত স্বাধীনতা দিলে সেটা দলের জন্যই খারাপ হবে, ‘ কোহলি দুর্দান্ত ক্রিকেটার, দারুণ অধিনায়ক। কিন্তু সবকিছু যদি এভাবেই চলতে থাকে, তাহলে তাঁর দল কখনোই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে না। এটা তিনি এবং ভারতের ভক্তরা নিশ্চয় দেখতে চায় না।’