• " />

     

    মুস্তাফিজ মুম্বাইয়ে, সাকিব হায়দরাবাদে

    মুস্তাফিজ মুম্বাইয়ে, সাকিব হায়দরাবাদে    

    আইপিএলের যত আসরে খেলেছেন, সবসময় গায়ে ছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সি। এবারের আসরের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল কলকাতা। আজকের নিলামে ২ কোটি ৬০ লাখ টাকায় সাকিবকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। সাকিবের পড়ে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। আগেরবার হায়দরাবাদে খেলা মুস্তাফিজ এবার ২ কোটি ৮০ লাখ টাকায় খেলবেন মুম্বাই ইন্ডিয়ানসে। 

    সাকিবের 'বেস প্রাইস' ছিল ১ কোটি ৩১ লাখ টাকা। নিলামে তাঁর নাম ডাকার পরপরই হায়দরাবাদ বেস প্রাইসের দ্বিগুণ দাম বলে। এরপর আর কোনো দল দাম না বাড়ালে শেষ পর্যন্ত হায়দরাবাদই কেনে তাকে। 

    ২০১৪ সালের নিলামেও সাকিবের বেস প্রাইস ছিল ১ কোটি ৩১ লাখ টাকা। সেবার নিলামের পর কলকাতা তাঁকে কিনে নেয় ৩ কোটি ৬৬ লাখ টাকায়। 

    মুস্তাফিজের বেস প্রাইস ছিল ১ কোটি ৩০ লাখ টাকা। ফিজকে দলে নেওয়ার জন্য লড়াইটা হয় দিল্লী ডেয়ারডেভিলস ও মুম্বাইয়ের মাঝেই। শেষ পর্যন্ত ২ কোটি ৮০ লাখে তাঁকে দলে ভেড়ায় মুম্বাই।