১৮ কার্ডের পর পরিত্যক্ত ম্যাচ
২০০৬ বিশ্বকাপের পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচের কথা মনে আসে নিশ্চয়ই? ১৬ হলুদ কার্ড ও ৪ লাল কার্ড দেখানোর সেই ম্যাচটা যেন হয়ে উঠেছিল ‘রণক্ষেত্র’। ব্রাজিলের ঘরোয়া লিগে যেন ফিরে এলো সেই ম্যাচের স্মৃতি। ‘বাহিয়া স্টেট চ্যাম্পিয়নশিপের’ ভিটোরিয়া ও বাহিয়ার ম্যাচটি মোট ১৮টি কার্ড দেখানোর কারণে পরিত্যক্ত হয়েছে।
প্রথমার্ধে রেফারির পকেট থেকে বের হয়েছে ২টি লাল কার্ডসহ মোট ৬ টি কার্ড। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাহিয়া, ভিনিসিয়াসের উদযাপনের ধরন দেখেই ক্ষেপে যায় প্রতিপক্ষের ফুটবলার ও ভক্তরা। দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে লেগে যায় তুমুল মারামারি।
পরিস্থিতি যেন কিছুতেই সামাল দিতে পারছিলেন না রেফারি। ১৬ মিনিটের হট্টগোল শেষে দুই দলের ৮ জনকে লাল কার্ড দেখান। ৫ জন বাহিয়া ও ৩ জন ভিটোরিয়া ফুটবলারকে মাঠ ছাড়তে হয়েছে। এর মাঝে ছিলেন ডাগআউটে থাকা ৩ জন ফুটবলারও।
এই ঘটনার পর ম্যাচ চলেছে ১১ মিনিট। পরে ভিটোরিয়ার আরও দুজন ফুটবলার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয় বাহিয়াকে। ম্যাচ পরিত্যক্তের পরও দুই দলের ফুটবলার, টিম ম্যানেজমেন্টের মাঝে বেশ কিছুক্ষণ হাতাহাতি চলেছে।