• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'স্বাধীন কাতালুনিয়া' চাওয়ায় সতর্ক করা হলো গার্দিওলাকে

    'স্বাধীন কাতালুনিয়া' চাওয়ায় সতর্ক করা হলো গার্দিওলাকে    

    বার্সেলোনাতেই জন্ম, সেখানেই ফুটবলের হাতেখড়ি। ১১ বছর বার্সায় খেলেছেন, ‘সর্বজয়ী’ কাতালানদের কোচ ছিলেন প্রায় ৪ বছর। বার্সেলোনার প্রতি পেপ গার্দিওলার আবেগটা হয়ত এজন্যই একটু বেশি। স্বাধীন কাতালান রাজ্যের স্বাধীনতার দাবিতে কয়েক সপ্তাহ আগেই উত্তাল ছিল স্পেন। সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে ম্যানচেস্টার সিটির ম্যাচ চলার সময় বিশেষ রিবন পরায় সতর্ক করা হয়েছে তাকে।

     

    উইগান অ্যাথলেটিকের বিপক্ষে এফ এ কাপের ম্যাচে হলুদ রিবন লাগিয়ে ডাগআউটে দাঁড়িয়েছিলেন। সরাসরি স্বাধীনতার পক্ষে না বললেও গার্দিওলা রিবনটাই বলে দিচ্ছিল সবকিছু। স্বাধীনতার আন্দোলনের জন্য এটাই ছিল কাতালান আন্দোলনকারীদের প্রতীকী রিবন। ইংলিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোচ কিংবা ফুটবলার রাজনৈতিক কোনো প্রতীক ব্যবহার করতে পারবেন না।

     

    গত ডিসেম্বরেও দুইবার একই কাজ করে সতর্কবার্তা পেয়েছিলেনো। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেবার বেশি কিছু না করা হলেও এবার জবাবদীহি করতে হবে গার্দিওলাকে। আগামী ৫ মার্চের ভেতর তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন।