• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বেঞ্চে বসেই মৌসুম শেষ করতে চান মার্তেসাকার!

    বেঞ্চে বসেই মৌসুম শেষ করতে চান মার্তেসাকার!    

    কোচ যদি কাউকে বেঞ্চে বসিয়ে রাখেন, সেই ফুটবলারের আক্ষেপের শেষ থাকে না। একাদশে রাখা না রাখা নিয়ে কোচ-ফুটবলারের দ্বন্দ্বের উদাহরণ আছে ভুরি ভুরি। তবে আর্সেনাল ডিফেন্ডার পার মার্তেসাকার নাকি মৌসুমের বাকি ম্যাচগুলো বেঞ্চে বসেই কাটিয়ে দিতে চান!

     

     

    এই মৌসুম শেষেই বিদায় বলছেন ফুটবলকে, দায়িত্ব নেবেন আর্সেনালের নতুন একাডেমীম্যানেজার হিসেবে। শেষ মৌসুমটা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না মার্তেসাকারের। শেষবার তাকে মাঠে নামতে দেখা গেছে জানুয়ারিতে এফ এ কাপের নটিংহাম ফরেস্টের বিপক্ষে। সেই ম্যাচে গোলও পেয়েছিলেন।  

    শারীরিক ও মানসিকভাবে নিয়মিত খেলার অবস্থায় নেই বলেই স্বীকার করছেন মার্তেসাকার, ‘এমন অনেক দিন গেছে, যখন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত না থাকলেও নিজের সবটুকু উজাড় করে দিতে হয়েছে। ম্যাচের আগে তো আমার পেট গুলাতো, বমি আসত! এত চাপ সহ্য করে খেলা খুব কঠিন কাজ।’

    দর্শকসারিতে বসে খেলা দেখার অবস্থায় চলে গেছে মার্তেসাকারের শরীর, ‘আমার শরীর শেষ হয়ে গেছে। সবাই আমাকে বলে ক্যারিয়ারের শেষ মৌসুমটা উপভোগ করতে। আমার তো ইচ্ছে করে বেঞ্চে বসে থাকতে! দর্শকসারিতে বসতে পারলে আরও ভালো হয়!’

    দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসছে। ক্যারিয়ার নিয়ে কোনো আফসোস নেই মার্তেসাকারের, ‘যদি আমাকে প্রতিটা ম্যাচের আগে বমি করতে হয়, ২০ বার পুনর্বাসনে যেতে হয়, তবুও আমি এটা শুরু থেকে করতে রাজি হবো। যে স্মৃতি জমা হয়েছে এতগুলো বছরে, সেটার তুলনায় এই কষ্ট কিছুই না।’