৪০ গোলে সালাহর নতুন রেকর্ড
লিভারপুল মাঠে নামবে, কিন্তু সালাহ গোল করবেন না, তা কি হয়? এই মৌসুমে লিভারপুলের ম্যাচ মানেই যেন সালাহর গোল উদযাপনের সেই পরিচিত দৃশ্য। টুর্নামেন্ট যেটাই হোক, মোহামেদ সালাহ গোল করছেন প্রায় প্রতি ম্যাচেই। গত রাতে বোর্নমাউথের বিপক্ষে গোল করে লিভারপুলের ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে এক মৌসুমে ৪০ গোল করলেন সালাহ।
এক মৌসুমে লিভারপুলের হয়ে ৪০ গোলের বেশি করেছিলেন মাত্র দুইজন। ১৯৬১-৬২ মৌসুমে রজার হান্ট ক্লাবের হয়ে সর্বপ্রথম করেন এই কীর্তি। ১৯৮৩-৮৪ ও ১৯৮৬-৮৭ মৌসুমে দুইবার ৪০ গোল স্পর্শ করেন ইয়ান রাশ। ৩২ বছর পর এবার সালাহ ছুঁলেন ৪০ গোল।
১৯৮৩-৮৪ মৌসুমে ৬৫ ম্যাচে রাশ করেছিলেন ৪৭ গোল, যা এখন পর্যন্ত লিভারপুলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ। সালাহ এখন পর্যন্ত খেলেছেন ৪৫ ম্যাচ, গোল ৪০ টি। শেষ ৫ ম্যাচে করেছেন ৮ গোল। যে গতিতে এগোচ্ছেন, ৪৭ গোল ছুঁতে হয়ত বেশি সময় লাগবে না!
এদিকে প্রিমিয়ার লিগে সালাহর গোলসংখ্যা দাঁড়াল ৩০। প্রিমিয়ার লিগে এক মৌসুমে ৩০ গোল করা অষ্টম ফুটবলার তিনি, আফ্রিকান ফুটবলারদের মাঝে প্রথম।