আর্সেনাল ছাড়তে চাননি ওয়েঙ্গার!
হুট করেই এসেছিল ঘোষণাটা। আর্সেনালের সাথে আরও এক বছরের চুক্তি থাকলেও এই মৌসুম শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তবে স্বেচ্ছায় নয়, ক্লাব কর্তৃপক্ষের চাপেই নাকি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি!
সম্পর্কটা ২২ বছরের। আর্সেনালকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া ওয়েঙ্গারের শেষ কয়েকটা মৌসুম একেবারেই ভালো কাটেনি। বড় কোনো শিরোপা আসেনি। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাও অনিশ্চিত। যেখানেই খেলতে গেছে দল, ‘ওয়েঙ্গার আউট’ স্লোগান চোখে পড়েছে। সবাই ভেবেছিলেন, হয়ত সবকিছু দেখে নিজেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছেন।
কিন্তু সত্যি কি তাই? ডেইলি মেইল বলছে, স্বেচ্ছায় নয়, চাপে পড়েই ওয়েঙ্গারকে ছাড়তে হয়েছে কোচের দায়িত্ব। ক্লাব প্রেসিডেন্টের আস্থা হারিয়েছেন এরই মাঝে। ইউরোপা লিগের সেমিফাইনালের আগেই তাই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী মৌসুমের পুরো বেতনটাও নাকি আর্সেনাল তাকে আগাম দিয়ে দিয়েছে। ৯ মিলিয়ন পাউন্ড দিয়ে তার সাথে সব সম্পর্ক চুকেবুকে ফেলেছে লন্ডনের ক্লাবটি।