দিবারাত্রির টেস্ট খেলতে চাইছে না ভারত
২০১৫ সাল থেকে প্রতিবছরই দিবা-রাত্রির টেস্ট আয়োজন করছে ভেন্যুটি। এই বছরের শেষের দিকে এই অ্যাডিলেডেই ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে বিসিসিআইয়ের আপত্তিতে শেষ পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট নাও খেলতে পারে দুই দল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন, অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্ট খেলতেই তারা বেশি আগ্রহী, ‘ভারতের সাথে আমরা দিবা রাত্রির টেস্টই খেলতে চাই। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ভারত। তাদের সাথে আলোচনা করেই জানা যাবে শেষ পর্যন্ত কী হয়।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বছরের অক্টোবরে নিজেদের প্রথম দিবারাত্রির টেস্ট খেলবে ভারত। গত ফেব্রুয়ারিতে এই টেস্ট আয়োজন করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়িয়েছিলেন বিসিসিআই কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেসন। অনেক জলঘোলার পর টেস্ট আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।