• " />

     

    ফাইনালে রাজশাহীর সঙ্গী ঢাকা

    ফাইনালে রাজশাহীর সঙ্গী ঢাকা    

    সংক্ষিপ্ত স্কোর 

    সিলেট  ১৬ ওভারে ১১৭/৬ ( হান্নান ৬০*, ফয়সাল ১১/২)

    ঢাকা ৬.৪ ওভারে ৭০/২ ( ফয়সাল ২৩*, রফিকুল ১৯*)

    ঢাকা ৮ উইকেটে জয়ী 

     

    জিতলেই ফাইনাল। ঢাকার সামনে সমীকরণটা ছিল সহজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগেই ফাইনালের আশা শেষ হয়ে যাওয়া সিলেট সিক্সার্স মাস্টার্সকে ৮ উইকেটে হারিয়ে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে উঠল খালেদ মাহমুদের বেক্সিমকো ঢাকা মাস্টার্স। ফাইনালে রাজশাহী মাস্টার্সের মুখোমুখি হবে তারা।

    বৃষ্টির কারণে লক্ষ্য দাঁড়িয়েছিল ৮ ওভারে ৬৬। মেহরাব হোসেন অপি, রফিকুল ইসলাম ও ফয়সাল হোসেনদের ব্যাটে ভর করে ৮ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়েছে ঢাকা। ওপেনিং এ নামা অপি করেন ৭ বলে ১৫। রফিকুল ১০ বলে ১৯ ও ফয়সাল ১৭ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন।

    প্রথমে ব্যাটিংয়ে নেমে সিলেট করে ৬ উইকেটে ১১৭ রান। অধিনায়ক হান্নান সরকার ৪২ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। ফয়সাল হোসেন ও তারেকুল ইসলাম নেন ২টি করে উইকেট।