• " />

     

    রাজশাহীর জয়যাত্রা থামিয়ে চ্যাম্পিয়ন ঢাকা

    রাজশাহীর জয়যাত্রা থামিয়ে চ্যাম্পিয়ন ঢাকা    

     

    সংক্ষিপ্ত স্কোর 

    রাজশাহী ১৬ ওভারে ১২৭/৫ ( এহসানুল ৪৮, ফয়সাল ৩/ ৩০)

    ঢাকা ১৬ ওভারে ১৩০/৫ ( সজল ৪৮*, ফয়সাল ৩৬*, ওয়াসেল ২/১৩)

    ঢাকা ৫ উইকেটে জয়ী 

     

    গ্রুপ পর্বে অপরাজিত ছিল তারা, চার ম্যাচের তিনটিতে জিতেই ফাইনালে উঠেছিল এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। তবে ফাইনালে এসেই হারের মুখ দেখল তারা। ওয়ালটন মাস্টার্স ক্রিকেটের ফাইনালে শেষ ওভারে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাহমুদের বেক্সিমকো ঢাকা মাস্টার্স। 

    টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ইনিংসকে একাই টেনে নিয়ে গেছেন এহসানুল হক। ২ চার ও ২ ছয়ে ৪৬ বলে করেন ৪৮। হাফ সেঞ্চুরির আগে ফেরেন ফয়সাল হোসেনের বলে। শেষের দিকে অধিনায়ক খালেদ মাসুদের ২০ বলে ঝড়ো ৩০ রানের ইনিংসের সুবাদে রাজশাহীর সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১২৭ রান। ঢাকার ফয়সাল হোসেন নেন ৩ উইকেট। 

    জবাবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় ঢাকার। তবে ষষ্ঠ উইকেটে ফয়সাল হোসেন ও সজল চৌধুরীর জুটিই ঢাকাকে জয় এনে দেয়। দুজনেই থাকেন অপরাজিত। ফয়সাল করেন ৩৯ বলে ৩৬, সজল করেছেন ২৫ বলে ৪৮ রান। সজল মেরেছেন ৪টি ছয়।