• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগ ফিক্সচার : গেম উইক ১

    প্রিমিয়ার লিগ ফিক্সচার : গেম উইক ১    

    শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। যদিও প্রথম খেলাটা বাংলাদেশ সময় শুক্রবার রাত গড়িয়ে শনিবারে পড়েছে। অর্থাৎ শনিবার রাত ১টায় ম্যানচেস্টার ইউনাইটেড আর লেস্টার সিটির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। প্রথম গেম উইকেই প্রিমিয়ার লিগ পাচ্ছে বড় ম্যাচ। নতুন দায়িত্ব নেওয়া আর্সেনাল কোচকে দিতে হবে বড় পরীক্ষা। এমিরেটেসে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে আর্সেনালের নতুন অধ্যায়। রবিবার রাত ৯টায় শুরু হওয়া ওই ম্যাচ দিয়েই শেষ হবে প্রিমিয়ার ইগের প্রথম গেমউইক।