• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কিক অফের আগে: সিটির সামনে 'নতুন আর্সেনাল'

    কিক অফের আগে: সিটির সামনে 'নতুন আর্সেনাল'    

    ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল, রাত ৯টা

    গত মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই জয়ে ধারা এবারও বজায় রাখতে মাঠে নামছে পেপ গার্দিওলার দল। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি উনাই এমেরির আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গার যুগের অবসানের পর নতুনভাবে শুরু করার লক্ষ্য নিয়েই নামবে গানার্সরা। সিটি কি পারবে গত মৌসুমের মতোই দাপটের সাথে লিগ শুরু করতে? নাকি নতুন আর্সেনাল চমক দেখিয়ে রুখে দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের?

    আরও ভালো খেলাই লক্ষ্য গার্দিওলার

    আগেরবারের চেয়ে আরও ভালো খেলেই লিগের শুভ সূচনা করতে চান গার্দিওলা, ‘বার্সেলোনা ও বায়ার্নে আমার অভিজ্ঞতা বলে, চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমে আরও ভালো খেলতে হবে। ধাপে ধাপে এগোতে হবে। প্রথম ম্যাচটা অবশ্যই জিততে চাইবে সবাই।’

    এমেরিও চান জয় দিয়েই শুরু হোক আর্সেনাল অধ্যায়, ‘প্রথম ম্যাচ সবসময়ই একটু বিশেষ কিছু। প্রতিপক্ষ যে কঠিন সেটা সবাই জানে। তবে আমরা নতুনভাবে শুরু করছি সব। মৌসুমটাও তাই জয় দিয়ে শুরু করে নতুন কিছুর আভাস দিতে চাই।’

    দলের খবর

    দুই দলেই কয়েকজন ইনজুরিতে আছেন। তবে সিটি ও আর্সেনাল তাদের প্রথম একাদশ শক্তিশালীভাবে সাজাতে পারবে অনায়াসেই।

    সংখ্যায় সংখ্যায়

    সে ৯ মৌসুমে কখনই নিজেদের প্রথম ম্যাচে হারেনি সিটি। সিটির সাথে শেষ ৫ দেখায় একটিও জয় নেই আর্সেনালের, তিনটিই হেরেছে তারা। গার্দিওলা-এমেরি লড়াইয়েও এগিয়ে গার্দিওলা, আগের ১০ দেখায় প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছেন গার্দিওলাই।

     

    বার্সেলোনা বনাম সেভিয়া, স্প্যানিশ সুপার কাপ ফাইনাল

    আগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার স্প্যানিশ সুপার কাপ পুনরূদ্ধার করার সুযোগ সবচেয়ে বেশিবার (১২) টুর্নামেন্টটি জেতা বার্সার সামনে। এবারই প্রথম দুই লেগের ফাইনাল না হয়ে একটাই ফাইনাল হচ্ছে সুপার কাপে। ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেভিয়া। মৌসুমের শুরুটা শিরোপা জিতেই শুরু করতে চায় লিওনেল মেসির দল।

    গত এপ্রিলে এই সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেই কোপা ডেল রে জিতেছিল বার্সেলোনা। এবারো একই ফলাফল প্রত্যাশা করছে এরনেস্তো ভালভার্দের দল। এই ম্যাচ দিয়েই বার্সার অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে মেসির। একাদশে দেখা যেতে পারেন এই মৌসুমেই যোগ দেওয়া আর্থার মেলো , ম্যালকম ও ভিদালকে।

    এদিকে এই ফাইনাল নিয়ে উঠেছে কিছু বিতর্কও। সেভিয়া হুমকি দিয়েছে, তারা ম্যাচ বয়কটও করতে পারে কারণ বার্সায় তিনজনের বেশি নন-ইউরোপিয়ান ফুটবলার খেলছে। বার্সেলোনা অবশ্য বলছে, এই নিয়ম সুপারকাপে প্রযোজ্য হবে না।

     

    বায়ার্ন মিউনিখ বনাম ফ্র্যাঙ্কফুট, জার্মান সুপার কাপ

    ২০১৬ সালে অবনমনের শঙ্কায় থাকা ফ্র্যাঙ্কফুটের দায়িত্ব নিয়েছিলেন। ধুকতে থাকা দলকে নিয়েই ২০১৭ সালে কোচ নিকো কোভাচ দেখিয়েছিলেন চমক।  জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল কোভাচের ফ্র্যাঙ্কফুট। এবার সুপার কাপে মুখোমুখি দুই দল, তবে কোভাচ দাঁড়াবেন বায়ার্নের ডাগআউটে।

    সুপার কাপের ফাইনালের আগে বায়ার্ন দলে রয়েছে একটি ইনজুরি শঙ্কা। প্রাক মৌসুম ম্যাচে ইনজুরিতে পড়া হামেস রদ্রিগেজের নামা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া কোভাচ দলের বাকিদের পাচ্ছেন।

    ফ্র্যাঙ্কফুটের নাড়ির খবর খুব ভালোমতোই জানা আছেন কোভাচের। এই ব্যাপারটা কাজে লাগাতে চাইবে বায়ার্ন। ফ্র্যাঙ্কফুটকে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো সুপার কাপের শিরোপা ঘরে তোলার লক্ষ্যেই মাঠে নামবে কোভাচের দল।