• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    হারটা আমাদের প্রাপ্য ছিল: কোহলি

    হারটা আমাদের প্রাপ্য ছিল: কোহলি    

     

    ড্রেসিংরুমের এক কোনায় বসে দেখছিলেন দলের বিপর্যয়। লর্ডসে ইনিংস ও ১৫৯ রানের বিশাল পরাজয়ের স্বাদ পেতে হয়েছে বিরাট কোহলির ভারতকে, সিরিজে তারা পিছিয়ে পড়েছে ২-০ ব্যবধানে। কোহলি বলছেন, এই ম্যাচে ভারত যেভাবে খেলেছে, সেটায় তাদের এমন হার প্রাপ্যই ছিল।

    দুই ইনিংস মিলিয়ে ভারত করেছে মাত্র ২৩৭ রান, খেলতে পারেনি সব মিলিয়ে ১০০ ওভারও। ইংলিশ পেসারদের কাছে রীতিমত নাকানি চুবানি খেয়েছেন পূজারা-রাহানেরা। নিজেদের ভুল অকপটে স্বীকার করে নিলেন কোহলি, ‘এরকম ম্যাচে লুকানোর কোনো জায়গা নেই। আমরা ভুল করেছি, বাজে খেলেছি। এই হারটা তাই দলের প্রাপ্য ছিল। যেভাবে খেলেছে দল, এতে আমি মোটেও গর্বিত হতে পারি না। এই প্রথমবার এভাবে হারলাম। দলে আত্মবিশ্বাসের অভাব ছিল, এটা কাটিয়ে উঠতে হবে। আর ইংল্যান্ডও অনেক ভালো খেলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। নিজেদের দিনে তারা যে কাউকে উড়িয়ে দিতে পারে।’

    দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পিঠে ব্যথা পেয়েছিলেন, ব্যাটিংও চালিয়ে গেছে সেই ব্যথা নিয়ে। পরের টেস্টের আগে সুস্থভাবেই ফিরবেন, আশাবাদী কোহলি, ‘আরও পাঁচদিন আছে পরের টেস্ট শুরু। আশা করি শতভাগ ফিট হয়েই মাঠে নামতে পারব। যদিও ফিল্ডিং করতে হয়ত কিছুটা কষ্ট হবে।’

    বাজেভাবে হেরে ২-০ তে পিছিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পারে ভারত, জানালেন কোহলি, ‘আমাদের লক্ষ্য এখন ব্যবধানটা ২-১ এ নামিয়ে আনা। এই ম্যাচে যা হয়েছে সেটা ট্রেন্টব্রিজে করা যাবে না। আশা করি সবাই ভালো পারফর্ম করবে।’

    ১৮ আগস্ট ট্রেন্টব্রিজে শুরু সিরিজের তৃতীয় টেস্ট।