• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    কুকের চোখে অ্যান্ডারসনই সেরা

    কুকের চোখে অ্যান্ডারসনই সেরা    

     

    দিনটা ছিল কুকের বিদায়ের। ভারতকে হারিয়ে সেই বিদায়টা স্মরণীয় করেই রাখল ইংল্যান্ড। জয় ও কুকের বিদায়ের দিনটা স্মরণীয় হয়ে থাকল জিমি অ্যান্ডারসনের জন্যও। ৫৬৪ উইকেট নিয়ে তিনিই এখন বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি পেসার, ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। বিদায়বেলায় কুক বলছেন, অ্যান্ডারসনই তার দেখা ইংলিশ ক্রিকেটার।

    ভারতের বাকি এক উইকেট, অ্যান্ডারসনেরও লাগত এক উইকেটই। মোহাম্মদ শামির উইকেট নিয়েই ইতিহাস গড়েছেন অ্যান্ডারসন। উইকেট পেয়ে জড়িয়ে ধরলেন কুককে। কুক বলছেন, অ্যান্ডারসনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা, ‘সে দুর্দান্ত একজন বোলার, দারুণ একজন মানুষ। সেই আমার মতে ইংল্যান্ডের সেরা ক্রিকেটার। একই সাথে ১২ বছর ক্রিকেট খেলেছি আমরা। সে যে খারাপ পরিস্থিতির মাঝে দিয়ে গিয়েছে, সেটা আমি জানি। তার বোলিংয়ের সময় স্লিপে দাঁড়ান সৌভাগ্যের ব্যাপার।’

    রেকর্ড গড়ার সময় কুকের মাঠে থাকায় অ্যান্ডারসন দারুণ সৌভাগ্যবান মনে করছেন নিজেকে , ‘আমি যখন রেকর্ডটা গড়ি, তখন কুক মাঠে ছিল। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তার বিদায়ের দিনে রেকর্ডটা করেছি, এটা আজীবন মনে থাকবে। তার অবসর জীবনের জন্য শুভকামনা।'