• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    ইংল্যান্ড দলে কারানের জায়গায় স্টোকস

    ইংল্যান্ড দলে কারানের জায়গায় স্টোকস    

    ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে ফিরেছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস, স্যাম কারানের জায়গায়। হাঙ্গামার মামলায় শুনানি চলার কারণে দ্বিতীয় টেস্টটা মিস করেছিলেন তিনি। তবে সে মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত। 

    স্টোকসকে দলে ভেড়াতে বেশ মধুর সমস্যায় পড়তে হয়েছিল ইংল্যান্ডকে। প্রথম টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন কারান, দ্বিতীয় টেস্টে স্টোকসের জায়গায় দলে এসে ম্যাচসেরা হয়েছিলেন ক্রিস ওকস। সঙ্গে ট্রেন্টব্রিজে স্পিনার ছাড়া নামাটাও ঠিক 'ঝুঁকিমুক্ত' সিদ্ধান্ত নয়। 

    শেষ পর্যন্ত স্টোকসের জন্য জায়গা করে দিতে হলো কারানকেই। অধিনায়ক হিসেবে এই সিদ্ধান্তটা “অন্যতম কঠিন” ছিল বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। 

    “স্যাম এ পর্যন্ত যা করেছে, সেটা দারুণ”, বলেছেন রুট। 

    আর স্টোকসের ব্যাপারে তিনি বলেছেন, “সে মাঠে নেমে পারফর্ম করতে মরিয়া হয়ে আছে।” 

    “আমি অনেকদিন ধরেই বেনকে জানি, এবং সে যে পারফর্ম করবে, সে ব্যাপারে আমি নিশ্চিত।” 

    ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ড দল
    অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, জো রুট, ওলি পোপ, জনি বেইরস্টো, বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন