• প্রীতি ম্যাচ
  • " />

     

    ব্রাজিলে অনেক নতুন মুখ, 'বিশ্রাম' পেলেন হেসুস

    ব্রাজিলে অনেক নতুন মুখ, 'বিশ্রাম' পেলেন হেসুস    

    প্রীতি ম্যাচ মানে নতুনদের ঝালিয়ে নেওয়ার একটা উপলক্ষ। ব্রাজিলিয়ান কোচ তিতে তাই বেশ কয়েকজন নতুন মুখকে ডেকেছেন একাদশে। পাওলিনহো, ফার্নান্দিনহোর মতো বেশ কয়েকজন অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছেন, তবে সবচেয়ে বড় চমক বোধ হয় গ্যাব্রিয়েল হেসুসকে ‘বিশ্রাম’ দেওয়া। বিশ্বকাপের প্রথম একাদশ থেকে এবার ২৪ জনের দলেই জায়গা পেলেন না এই ফরোয়ার্ড। 

    সেপ্টেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে ডাক পাওয়াদের মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে প্রথম একাদশে জায়গা করে নেওয়া মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা। এবারেই বার্সায় নাম লেখানো আর্থারও আছেন। আর তরুণ লুকাস পেকেইতা, দেদে, পেদ্রো এভারটনরাও আছেন।

    বিশ্বকাপের দল থেকে ‘বাদ পড়েছেন’ হেসুস, ফার্নান্দিনহো, পলিনহো, মার্সেলো, মিরান্ডা, এডারসনসহ আরও বেশ কজন। তবে নেইমার, কৌতিনহো, এলিসন, থিয়াগো সিলভারা আছেন দলে।

     

    ২৪ জনের দল

    গোলরক্ষক: এলিসন, হুগো, নেতো

    ডিফেন্ডার: ফাগনার, ফাবিনহো, অ্যালেক্স সান্দ্রো, ফেলিপে লুইস, থিয়াগো সিলভা, দেদে, মার্কিনহোস, ফেলিপ

    মিডফিল্ডার: কাসেমিরো, আর্থার, ফ্রেড, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেইতা, ফেলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, ডগলাস কস্তা, উইলিয়ান, এভারটন

    আক্রমণ: নেইমার, পেদ্রো, ফিরমিনো