ব্যাটসম্যানদের 'নির্ভার' থাকতে বললেন কোহলি
প্রথম দুই টেস্টে বড় হার, তৃতীয় টেস্টে হারলেই শেষ হয়ে যাবে সিরিজ জয়ের স্বপ্ন। ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লেখার গল্পটা ক্রমশই ফিকে হয়ে আসছে বিরাট কোহলির ভারতের। টপ ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে তাদের দলে জায়গা পাওয়া নিয়েও। ট্রেন্টব্রিজ টেস্টের আগে কোহলি বলছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত ক্যারিয়ার নয়, টেস্ট জেতা নিয়েই বেশি চিন্তিত তিনি।
ইংলিশ পেসারদের সামনে রীতিমত নাকানি চুবানি খেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দুই টেস্টের চার ইনিংসে এক বিরাট কোহলি ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। টপ অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে তো খোদ কোহলিই বিরক্তি প্রকাশ করেছিলেন প্রথম টেস্টের পর। দলের লেজ থেকে তাদের শিক্ষা নেওয়ার কথাই বলেছিলেন।
কোহলি এবার নিজের দলের ব্যাটসম্যানদের নির্ভার থেকেই মাঠে নামতে বললেন, ‘আমরা টেস্ট নিয়ে ভাবছি, কারো ক্যারিয়ার শেষ হয়ে যাবে কিনা সেটা নিয়ে না। এসব নিয়ে অনেক কথা উঠেছে, সবই মাঠের বাইরে তৈরি করা, মানুষ তিলকে তাল করতেই বেশি পছন্দ করে। সবাইকে এটা বুঝতে হবে, এরকম কন্ডিশনে আপনি ১০০ রান করলেও ‘সেট’ না। একটা ভালো বলেই সব শেষ হয়ে যেতে পারে। এটা ব্যাটসম্যান হিসেবে আপনাকে মেনে নিতেই হবে। এটা নিয়ে অনেক কথাও বলা হয়েছে, প্রতিফলনটা মাঠে দেখাতে পারলেই হয়।’
৫ ম্যাচ সিরিজে ২-০ তে পিছিয়ে পরে সিরিজ জেতার ঘটনা ঘটেছে মাত্র একবারই। ১৯৩৬-৩৭ মৌসুমে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া করেছিল এই কীর্তি। কোহলি কি পারবেন ব্র্যাডম্যানকে ছুঁতে? সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে অবশ্য বদ্ধ পরিকর কোহলি, ‘আমরা বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ২-০ তে পিছিয়ে থেকে সিরিজে ফেরা কষ্টকর, এটা সবাই জানে। তবে দ্বিতীয় টেস্টের পর থেকেই বলে আসছি, ২-১ করার লক্ষ্যেই তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত। নিজেদের সেরাটা খেলতে পারলে আর প্রথম দুই টেস্টের ভুল শোধরালে অবশ্যই জয় সম্ভব।’