• সিরি আ
  • " />

     

    জেনোয়া সমর্থকদের ৪৩ মিনিটের নীরবতা

    জেনোয়া সমর্থকদের ৪৩ মিনিটের নীরবতা    

     

    ম্যাচ শুরুর বাঁশি বাজালেন রেফারি। জেনোয়া-এম্পোলির ম্যাচ দেখতে আসা জেনোয়া সমর্থকরা তখন একদম চুপ। ম্যাচ গড়ালো তার আপন গতিতে, কিন্তু জেনোয়া ভক্তদের মাঝে নেই কোনো উচ্ছ্বাস, এমনকি একটা হাততালির শব্দটাও শোনা যাচ্ছিল না! দীর্ঘ ৪৩ মিনিট পর পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে উঠল। তবে কেনো এই নীরবতা? আসলে সেতু দুর্ঘটনায় শহরটির ৪৩ জন নিহত হওয়ায় তাদের প্রতি সম্মান দেখিয়েই এই নীরবতা পালন করল ইতালিয়ান ক্লাবটি।

    ১৪ আগস্ট ইতালির মরান্ডি সেতু ভেঙ্গে নিহত হন ৪৩ জন। দুর্ঘটনার পর সিরি আতে নিজেদের প্রথম ম্যাচ স্থগিত করে জেনোয়া ও সাম্পদোরিয়া। নিহতদের স্মরণে প্রথম ম্যাচে কিছু একটা করতে চেয়েছিল জেনোয়া ক্লাবের সমর্থকরা। এম্পোলির বিপক্ষে ম্যাচের আগে তাই সিদ্ধান্ত হয়, ঠিক ৪৩ মিনিট নীরব থেকে নিহতদের স্মরণ করবেন সবাই।

    জেনোয়ার সমর্থকরা তাদের কথা রেখেছেন। প্রথমার্ধের পুরো ৪৩ মিনিটই নীরব ছিলেন সবাই। এমনকি ২০ মিনিতে যখন ম্যাচে এগিয়ে যায় জেনোয়া। তখনও গ্যালারিতে হয়নি কোনও উদযাপন! ঘড়িতে যখন ৪৩ মিনিট, তখন বড় পর্দায় ভেসে ওঠে নিহতদের নাম। করতালিতে ফেতে পরে পুরো স্টেডিয়াম।

    শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতেছে জেনোয়া।