• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    বেইরস্টোর ভাঙ্গা আঙ্গুলে 'বিশেষ নজর' শামিদের

    বেইরস্টোর ভাঙ্গা আঙ্গুলে 'বিশেষ নজর' শামিদের    

    ব্যাটসম্যানের দুর্বল দিকে বরাবরই একটু বিশেষ নজর থাকে বোলারদের। সেটা যদি ভাঙ্গা আঙ্গুল হয়, তাহলে তো কথাই নেই। ভারতীয় পেসার মোহাম্মদ শামি তো ঘোষণাই দিয়ে দিলেন, পরের টেস্টে ব্যাটিংয়ে নামলে ইংল্যান্ড উইকেটরক্ষক জনি বেইরস্টোর ভাঙ্গা আঙ্গুলকে লক্ষ্য করেই বেশি বেশি বল করবেন! 

    তৃতীয় টেস্টে কিপিং করতে গিয়ে তৃতীয় দিনের সকালেই বা হাতের মধ্যাঙ্গুলিতে আঘাত পান বেইরস্টো। ম্যাচের বাকি সময়টা ব্যথা নিয়েই খেলেছেন। পরে তার আঙ্গুলে চিড় ধরা পরে। ইংলিশদের দ্বিতীয় ইনিংসে বেইরস্টো ফিরেছেন কোনো রান না করেই। চতুর্থ টেস্টে খেলবেন কিনা সেটা নিয়ে আছে শঙ্কা। তবে বেইরস্টো বলছেন, তিনি খেলার জন্য সুস্থ হয়ে উঠবেন ম্যাচের আগেই।

    শামি জানিয়েছেন, যদি বেইরস্টো ব্যাটিংয়ে নামেন, তার আঙ্গুলই থাকবে বোলারদের প্রধান লক্ষ্য, ‘শুধু আমি না, সবাই তার ওই দুর্বল দিকটার কথা মাথায় রাখবে। যখন আপনি জানবেন ব্যাটসম্যান একটা অস্বস্তি নিয়ে ক্রিজে নামছে, তখন সেটার ফায়দা নিতেই হবে। তাকে দ্রুত ফেরানোর এটাই সবচেয়ে সহজ উপায়। শুরু থেকেই আমরা এটার চেষ্টাই করবো।’

    আগামীকাল সাউদাম্পটনে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। সিরিজে ২-১ এ এগিয়ে আছে ইংল্যান্ড।