• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    রান পাওয়ার জন্য মুখিয়ে আছে ব্যাটসম্যানরা: রুট

    রান পাওয়ার জন্য মুখিয়ে আছে ব্যাটসম্যানরা: রুট    

     

    প্রথম দুই টেস্টে ভালোই চলছিল সবকিছু। তৃতীয় টেস্টে এসেই তালগোল পাকালেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে জো রুটের দলের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ জয়ের সুযোগ পায় ভারত, সেটাকে কাজে লাগিয়ে সিরিজে সমতাও ফেরায় কোহলিরা। চতুর্থ টেস্টের আগে রুট বলছেন, নিজেদের আবারও প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন ইংলিশ ব্যাটসম্যানরা।

    তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে অলআউট হয় রুটের দল। মাত্র ১০৭ রানেই পড়েছে তাদের শেষ ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো করার আভাস দিলেও এক জস বাটলার ছাড়া কেউই তেমন কিছু করতে পারেননি।

    রুট বলছেন, ভারতীয় বোলারদের ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দিতে চান না তারা, ‘গত ম্যাচে আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। ওই সুযোগে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। এবার সেই ভুলটা আর করতে চাই না। আমরা সবাই আরেকটি সুযোগ পাচ্ছি রান করার। বড় স্কোর করার জন্য মুখিয়ে আছেন সবাই। শেষ ইনিংসে বাটলারের ইনিংস সবাইকে উজ্জীবিত করেছিল। আশা এবার সবাই রান পাবে।’

    আজ সাউদাম্পটনে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।