৬০০০ রান হয়ে গেল কোহলির
দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ছয় হাজার রান পূর্ণ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। সাউদাম্পটনে দ্বিতীয় দিন সকালেই এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৭০তম টেস্ট খেলছেন কোহলি, ছয় হাজার করতে তার লাগল ১১৯ ইনিংস।
দ্রুততম ছয় হাজার রানের তালিকায় স্বদেশী শচীন টেন্ডুলকারকে কাটালেও গাভাস্কারের পেছনেই রইলেন কোহলি। ১১৭ ইনিংসে ছয় হাজার পূর্ণ করেছিলেন গাভাস্কার।
টেস্টে দ্রুততম ৬০০০ হাজার রান
স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (অস্ট্রে) - ৬৮ ইনিংস
স্যার গ্যারফিল্ড সোবার্স (উইন) - ১১১ ইনিংস
স্টিভ স্মিথ (অস্ট্রে) - ১১১ ইনিংস
ওয়ালি হ্যামন্ড (ইং) - ১১৬ ইনিংস
স্যার লেন হাটন (ইং) - ১১৬ ইনিংস
কেন ব্যারিংটন (ইং) - ১১৬ ইনিংস
কুমার সাঙ্গকারা (শ্রী) - ১১৬ ইনিংস
সুনীল গাভাস্কার (ভার) - ১১৭ ইনিংস
বিরাট কোহলি (ভার) - ১১৯ ইনিংস
ভিভ রিচার্ডস (উই) - ১২০ ইনিংস
শচীন টেন্ডুলকার (ভার) - ১২০ ইনিংস
মোহাম্মদ ইউসুফ (পাক) - ১২০ ইনিংস
দ্রুততম ছয় হাজার রানের তালিকায় সবার ওপরে স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৮ ইনিংসে এ মাইলফলক ছুঁয়েছিলেন ‘দ্য ডন’। ১১১ ইনিংসে ছয় হাজার পূর্ণ করে স্যার গ্যারফিল্ড সোবার্সের পাশে বসেছিলেন বর্তমান এক বছরের নিষেধাজ্ঞা কাটানো সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারে ৬০০০ রান পূর্ণ করেছিলেন শচীন টেন্ডুলকার, ২৬ বছর বয়সে। ২৭ বছর বয়সের আগে ছয় হাজার পূর্ণ করা একমাত্র ব্যাটসম্যান হয়ে আছেন তিনিই।
চার বছর আগের তুলনায় এ ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে আছেন বিরাট কোহলি। দুইটি সেঞ্চুরি করেছেন, প্রথম ও তৃতীয় টেস্টে করেছেন ২০০ করে রান।