• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলাতেই ইংল্যান্ড জিতেছে: কোহলি

    গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলাতেই ইংল্যান্ড জিতেছে: কোহলি    

     

    সুযোগ ছিল সিরিজে সমতা আনার। বিরাট কোহলির দল সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মঈন আলি ম্যাজিকে সিরিজ খোয়াতে হলো ভারতকে। সাউদাম্পটনে ৬০ রানে হারের পর কোহলি বলছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ইংল্যান্ড বেশি ভালো খেলেছে বলেই জিততে পারেননি তারা।

    প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সুযোগ হারিয়েছে ভারত। বড় লিড নিলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলেই ধারনা কোহলির, ‘প্রথম ইনিংসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ড অল্প রানে অলআউট হওয়ার পর বড় লিড নিতে পারতাম। আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। অন্যদিকে ইংল্যান্ড সেই মুহূর্তে ভালো খেলেছে। তারা সবসময়ই আত্মবিশ্বাসী ছিল, পরিস্থিতি যত কঠিনই হোক না কেনো।’

    ইংল্যান্ডের লোয়ার অর্ডার সিরিজের অন্য ম্যাচের মতো এবারও ভুগিয়েছে ভারতকে। ইংলিশদের লেজের প্রশংসা করতে ভোলেননি কোহলি, ‘এই সিরিজে তাদের বোলাররা যেভাবে ব্যাটিং করেছে, সেটা প্রশংসা পাওয়ার যোগ্য। বিশেষ করে স্যাম কারান, তাকে আমি অভিনন্দন জানাতে চাই। ইংল্যান্ড দারুণ এক প্রতিভা খুঁজে পেয়েছে।’

    সিরিজ হাতছাড়া হলেও শেষ টেস্টে জয়ের জন্যই নামবে ভারত, জানালেন কোহলি, ‘সিরিজ জেতা তো আর সম্ভব না। কিন্তু সিরিজটা জয় দিয়েই শেষ করতে চাই।’