ইংল্যান্ড স্কোয়াডে ফিরলেন ওকস-পোপ
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন ব্যাটসম্যান ওলি পোপ ও অলরাউন্ডার ক্রিস ওকস। জায়গা ধরে রেখেছেন ওপেনার অ্যালেস্টার কুকও। ওভালে কুকের ক্যারিয়ারের শেষ টেস্টে জেনিংসই তাই সঙ্গী হবেন কুকের।
লর্ডসে অভিষেক টেস্টের একমাত্র ইনিংসে ২৮ রান করার পর ট্রেন্টব্রিজে দুই ইনিংস মিলিয়ে ২৬ রান করেছিলেন পোপ। বাদ পড়েছিলেন সাউদাম্পটনে চতুর্থ টেস্টে। এরপর সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচও খেলেছেন তিনি। চেমসফোর্ডে মঙ্গলবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপের ম্যাচে এসেক্সের বিপক্ষে সারের হয়ে প্রথম দুই দিন খেলার পর স্কোয়াডের সঙ্গে বৃহস্পতিবার যোগ দেবেন পোপ।
পঞ্চম টেস্টে ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেইরস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালেস্টার কুক, স্যাম কারান, কিটন জেনিংস, ওলি পোপ, আদিল রশিদ, বেন স্টোকস, ক্রিস ওকস
সাউদাম্পটনে চোটের কারণে ছিটকে পড়েছিলেন ওকস। সেরে উঠেছেন তিনি। ইংল্যান্ডের উইকেটকিপার শেষ টেস্টের জন্য কে থাকবেন, সেটা অবশ্য নিশ্চিত হয়নি এখনও। এজিয়েস বোলে জনি বেইরস্টো স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলেছেন, কিপিং করেছেন বাটলার। তবে ভাঙ্গা আঙুলের চোট থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে সেরে উঠছেন বেইরস্টো- জানানো হয়েছে এমনই।