• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ডিমেরিট পয়েন্ট অ্যান্ডারসনের

    আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ডিমেরিট পয়েন্ট অ্যান্ডারসনের    

    আম্পায়ার কুমার ধর্মসেনার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। সঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও গুণতে হয়েছে তাকে। ২০১৬ সালে আইসিসির কোড অব কন্ডাক্টে ডিমেরিট পয়েন্ট অন্তর্ভুক্ত করার পর অ্যান্ডারসনের এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। 

    ওভাল টেস্টে ভারতের প্রথম ইনিংসের ২৯তম ওভারে বিরাট কোহলিকে নট আউট দিয়েছিলেন ধর্মসেনা। ইংল্যান্ড নিয়েছিল রিভিউ, ইমপ্যাক্টে আম্পায়ারস কল হওয়ায় বিফলে গেছে সেটি। ওভার শেষে ধর্মসেনার কাছ থেকে ক্যাপ ও সুয়েটার নেওয়ার সময় “আক্রমণাত্মক কথা” বলেছিলেন অ্যান্ডারসন। দৃষ্টিগোচর হওয়ায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ শাস্তি দিয়েছেন তাকে। দোষ শিকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি আর। 

    সিরিজে ইংল্যান্ড ও ভারতের মধ্যে রীতিমতো পার্থক্য হয়ে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। ৯ ইনিংসে করেছেন ৫৯৩ রান, ২০১৪ সালে ১০ ইনিংসে কোহলি করতে পেরেছিলেন ১৩৪ রান। এ সফরে একবারও কোহলির উইকেট পাননি অ্যান্ডারসন।