• ইংল্যান্ড-ভারত সিরিজ
  • " />

     

    শেষ ইনিংসে এসেও কুকের সেঞ্চুরি

    শেষ ইনিংসে এসেও কুকের সেঞ্চুরি    

    নাগপুর। ওভাল। মাঝে ২৮৯ ইনিংস। ৩২টি সেঞ্চুরি। ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান। বাঁহাতি হিসেবে সর্বোচ্চ রান। শুরুর মতো শেষেও মিলটা রাখলেন অ্যালেস্টার কুক, নিজের শেষ টেস্টে এসেও করলেন সেঞ্চুরি। 

    নিজের শেষের শুরুর ইনিংসে করেছিলেন ৭১। দ্বিতীয় ইনিংসে নামলেন আবার, তৃতীয় দিনশেষে অপরাজিত ছিলেন ৪৬ রান। শেষে এসে আরেকবার রোমাঞ্চের অপেক্ষায় থেকেছেন অনেকেই, কুক শেষবেলায় সে রোমাঞ্চটা দিয়ে গেলেন আরেকবার। 

    জাদেজার শর্ট অব আ লেংথের বলে খেলেছিলেন শর্ট থার্ডম্যানের দিকে, সেখান থেকে ওভারথ্রোতে মোট পাঁচ রান। কুকের সেঞ্চুরি হয়ে গেছে তাতেই। আর শুরু হয়ে গেছে ওভালে শেষ না হওয়া হাততালি। 

    গোটা ওভালের অভিবাদনের জবাবটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছেন কুক, মুখে একটা লাজুক হাসি নিয়ে। সেঞ্চুরির আগেই সর্বোচ্চ রানস্কোরারের তালিকায় কুমার সাঙ্গাকারাকে (১২৪০০) ছাড়িয়ে গেছেন কুক। 

    নিজের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটসম্যান হলেন কুক। এর আগে এই কীর্তি ছিল বিল পনসফোর্ড, রেজি ডাফ, গ্রেগ চ্যাপেল ও মোহাম্মদ আজহারউদ্দিনের।