• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    মেসি সবার চেয়ে এক ধাপ এগিয়ে : এনরিকে

    মেসি সবার চেয়ে এক ধাপ এগিয়ে : এনরিকে    

    স্পেন কোচ লুইস এনরিকেকে সিদ্ধান্তটা অবাকই করেছে। ফিফার বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় নেই লিওনেল মেসি। ১২ বছর পর বাদ পড়েছেন তিনি। সেরা তিন খেলোয়াড়দের মধ্যে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদরিচ, মোহাম্মদ সালাহ। ক্রোয়েশিয়ার বিপক্ষ এইউয়েফা নেশনস লিগের ম্যাচের আগে এনরিকের কাছে প্রশ্ন ছিল মদ্রিচই বর্ষসেরা খেলোয়াড় জিতবেন কী না? বিশ্বকাপে ক্রোয়াট অধিনায়কের পারফরম্যান্স তো তাকে এগিয়ে রাখছে অনেকটাই। 

    এনরিকের চোখে মদ্রিচ সেরাদেরই একজন। কিন্তু তিনি ক্রোয়েশিয়ার ব্যাপারে বলছেন আরও একজনের নাম। "ক্রোয়েশিয়ার ব্যাপারে কথা বলতে হলে আমি লুকা মদ্রিচ আর ইভান রাকিটিচের কথা বলব। এই দুইজনেরই আলাদা পুরস্কার প্রাপ্য। কিন্তু আমাকে যদি বলা হত কাকে বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া উচিত? তাহলে আমার মনে হয় সেটা লিওনেল মেসি। সে আসলে বাকিদের চেয়ে এক ধাপ এগিয়ে।"

     

    এর আগে ব্রাজিলের ফিলিপ লুইসও প্রায় একইরকম সুরে কথা বলেছিলেন। এবার বার্সেলোনার সাবেক কোচ এনরিকেও তাই বললেন। ৩ বছর মেসির কোচ থাকার পর এক বছর বিরতি দিয়ে এনরিকে হয়েছেন স্পেনের জাতীয় দলের কোচ। তার অধীনে স্পেন নেশনস লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ২-১ গোলে। রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে স্পেন।

    নেশনস কাপের জন্য দলে শুরুতে ইয়াগো আসপাসকে না ডাকাটা নিজের ভুল হিসেবে স্বীকার করেছেন এনরিকে। ডিয়েগো কস্তা ব্যক্তিগত কারণে খেলতে না পারায় সুযোগ পেয়ে যান আসপাস। ইংল্যান্ডের বিপক্ষে তার খেলা দেখেই মত বদলে গেছে এনরিকের। "অনুশীলনের পরে একটা আইডিয়া করা যায়, কার কাছ থেকে আপনি কি চাইতে পারেন সে ব্যাপারে। আমার মনে হয় সে ভালো খেলেছে। আমি আমার ভুল ধরতে পেরেছি। দলই সবার ওপরে।"