• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    ক্রোয়েশিয়ার জালে স্পেনের আধ ডজন গোল

    ক্রোয়েশিয়ার জালে স্পেনের আধ ডজন গোল    

     

    বিশ্বকাপের সেই স্বপ্নযাত্রার রেশ হয়ত এখনো কাটেনি। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়া যেন আকাশেই উড়ছিল। বিস্ময় জাগানো সেই দলকে এবার মাটিতে নামিয়ে আনল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বাদ পরা স্পেন। ইউয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে রামোসের দল।

    ম্যাচের শুরুতে কিন্তু এরকম ফলাফলের বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি। প্রথম ২০ মিনিটে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ক্রোয়াটরা। ইভান সানতিনি ও ইভান পেরিসিচ দুটি গোলের সুযোগ নষ্ট করেন। এই সময়ে একবারও আক্রমণে যেতে পারেনি স্পেন।

    ২৪ মিনিটে অবশ্য এগিয়ে যায় স্পেনই। ড্যানিয়েল কারভাহালের ক্রসে গোল করেন শুল নিগুয়েজ। এরপর লুকা মড্রিচদের রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙ্গে পরে। ৯ মিনিট পর দ্বিতীয় গোল আসে মার্কো আসেনসিওর পা থেকে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান। দুই মিনিট পর লভ্রে কালিনিচ আত্মঘাতী গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে রদ্রিগো মরিনো সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়তে পারত।

    দ্বিতীয়ার্ধেই শুরুতেই চতুর্থ গোলের দেখা পায় স্পেন। আসেনসিওর বাড়ানো বলে এবার গোল করতে ভুল করেননি মারিনো। ৫৭ মিনিটে পঞ্চমবারের মতো বল জালে জড়ায় স্পেন। এবারও গোলের কারিগর ছিলেন আসেনসিও। তার দারুণ এক ক্রসে লাফিয়ে উঠে হেড করেন রামোস।

    ক্রোয়েশিয়ার দুঃস্বপ্নের রাতকে আরও কষ্টদায়ক বানিয়ে দেন ইস্কো। ৭০ মিনিটে সেই আসেনসিওর বাড়ান বলেই গোল করেন। শেষের দিকে মারিনো ও ইস্কো আরও কিছু সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বড় হতে পারত।

    এই প্রথম কোনো ম্যাচে ৬ গোল হজম করল ক্রোয়েশিয়া। গোলবন্যায় ভেসে মাথা নিচু করেই মাঠ ছাড়লেন পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা মদ্রিচ-রাকিতিচরা।