• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অনুশীলনে মেসির চেয়ে রোনালদো বেশি মনযোগী: তেভেজ

    অনুশীলনে মেসির চেয়ে রোনালদো বেশি মনযোগী: তেভেজ    

    দুজনের সাথেই খেলার অভিজ্ঞতা হয়েছে তার। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে তাই খুব কাছ থেকেই দেখেছেন কার্লোস তেভেজ। তেভেজ বলছেন, অনুশীলনের ব্যাপারে নাকি মেসির চেয়ে অনেক বেশি ‘মনযোগী’ রোনালদো।

    জাতীয় দলে মেসির সাথে বেশ কয়েক বছর খেলেছেন তেভেজ। অনুশীলনে খুব বেশি ঘাম ঝরান না মেসি, ক্যালসিমেরকাতোকে দেওয়া এক সাক্ষাতকারে জানালেন তিনি, ‘আমি তো কখনোই মেসিকে জিমে দেখিনি! টেকনিক্যাল ব্যায়ামগুলোও সে করত না। তার পুরোটাই আসলে জন্মগত প্রতিভা, এটার জন্য হয়ত অনুশীলনের দরকার হয় না। খেলার সময় বল ছুলেই সেটা আপনাআপনি চলে আসে।’

    অন্যদিকে রোনালদো নাকি মেসির একদমই উল্টো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় রোনালদোর পরিশ্রম মুগ্ধ করেছে তেভেজকে, ‘রোনালদো তো সারাক্ষণই জিমে থাকে। আমাদের অনুশীলন যদি ৯টায় হতো, তাহলে সে কয়েক ঘণ্টা আগেই চলে এসে জিম শুরু করত। এটা একটা নেশার মতো হয়ে গিয়েছিল। ৯ টার অনুশীলনের সময় আমি ৮টায় আসলেও তাকে জিমে দেখতাম, ৭.৩০ টায় আসলেও তাকে দেখতাম! একদিন ভাবলাম, কীভাবে তার আগে আসা যায়। এটা ভেবে ভোর ৬টায় আসলাম, এসে দেখি তখনও সে জিমেই আছে! একটু ঘুমন্তও, কিন্তু তাও সেখানে ব্যায়াম করছে।’