• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কারা উঠল চ্যাম্পিয়নস লিগের শেষ আটে? ড্র কবে, কোথায়, কখন?

    কারা উঠল চ্যাম্পিয়নস লিগের শেষ আটে? ড্র কবে, কোথায়, কখন?    

    কারা উঠল শেষ আটে? 

    ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি

     

    ড্র কবে, কোথায়? 

    ১৫ মার্চ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে ড্র। সরাসরি দেখা যাবে ইউয়েফার ওয়েবসাইটে। 

     

    ড্রয়ের নিয়ম কী? 

    শেষ ১৬ পর্যন্ত একই দেশের দুই ক্লাব বা একই গ্রুপের দুই ক্লাব একে অন্যের মুখোমুখি হতে পারত না। তবে শেষ আটে এই নিয়ম আর নেই। যে কোনো দুই দল একে অন্যের মুখোমুখি হতে পারে। যার মানে রিয়াল-বার্সা, আর্সেনাল-সিটি বা বায়ার্ন-ডর্টমুন্ডেরও খেলা হতে পারে। যে দলের নাম প্রথম তোলা হবে তারা আগে হোমে ম্যাচ হবে, পরের বার নাম তোলা দল সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচ খেলবে তাদের হোমে। ফাইনাল পর্যন্ত পুরো ড্র ই হবে কাল, ফলে জানা যাবে সেমিফাইনাল বা ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে।

     

    কবে হবে কোয়ার্টার ফাইনাল?

    এপ্রিলের ৯/১০হবে প্রথম লেগ, আর দ্বিতীয় লেগ হবে ১৬/১৭ এপ্রিল