• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ডি লিখটের অফসাইডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কেন? রেফারি কি আদৌ ভুল করেছিলেন?

    ডি লিখটের অফসাইডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কেন? রেফারি কি আদৌ ভুল করেছিলেন?    

    বায়ার্নকে নাটকীয় এক ম্যাচে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আরও একবার রিয়াল মাদ্রিদ। তবে এমন ম্যাচের পর প্রশ্ন উঠেছে শেষ মুহূর্তে ম্যাথিয়াস ডি লিখটের অফসাইডে বাতিল হওয়া গোল নিয়ে । কিন্তু আসলেই কী হয়েছিল? 

    কী হয়েছিল তখন? 

    বায়ার্ন তখন ২-১ গোলে পিছিয়ে। সমতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যোগ করা সময়ের ১৩ মিনিটে একটা বল ভেসে আসল ডি লিখট ও মাজরাউইর দিকে। লাইন্সম্যান তখনই অফসাইডের সংকেত দিলেন। ওদিকে ততক্ষণে মুলার বলটা ধরে দিয়েছেন ডি লিখটকে। তিনিও বলটা সাথে সাথেই জড়িয়ে দিয়েছেন জালে। তবে অফসাইডের সংকেত দেখানোয় রিয়ালের প্লেয়াররা আগেই গোল বাতিলটা ধরে নিওয়েছিলেন। রেফারিও লাইন্সম্যানের সংকেতটা মেনে নিয়ে খেলা চালিয়ে যান। তবে রিপ্লেতে দেখা গেছে সিদ্ধান্তটা বেশ ক্লোজ ছিল।

    লাইন্সম্যান ও রেফারি কি ভুল করেছিলেন?

    হ্যাঁ এবং না। হ্যাঁ, কারণ অফসাইডের এমন ক্লোজ কলের ক্ষেত্রে লাইন্সম্যানদের সাধারণত আগে সিদ্ধান্ত দিতে দেখা যায় না। বিশেষ করে এখন পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে যদি গোলের সুযোগ সৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে লাইন্সম্যান ফ্ল্যাগ না উঁচিয়ে খেলা চালিয়ে যাবেন। কারণ কোনো কারণে গোল হলেও সেটা পরে ভিএআরের বাতিল করার ক্ষমতা আছে। আর এখন চ্যাম্পিয়নস লিগেও সেমি অটোমেটেড প্রযুক্তি আছে যে কারণে অফসাইড হয়েছে কি না সেটা ৩০টা ভিডিও ক্যামেরার অ্যাঙ্গেল থেকেই বোঝা যায়। কিন্তু লাইন্সম্যান যখন একবার ফ্ল্যাগ দেখিয়ে ফেলেছেন রেফারির আর ভিএআরের কাছে যাওয়ার সুযোগ ছিল না। সেকারণে রেফারির দিক থেকে সিদ্ধান্ত ঠিক ছিল, কিন্তু লাইন্সম্যানের উচিত ছিল অফসাইডের সংকেত না দেখানো

     

    বায়ার্ন কী বলছে? 

    এমন সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই বায়ার্ন চরম ক্ষুব্ধ। ডি লিখট ম্যাচ শেষে বলেছেন, লাইন্সম্যান ভুল স্বীকার করেছেন। বায়ার্ন কোচ থমাস তুখেলও স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ, 'লাইন্সম্যান ভুল করেছে, এরপর রেফারি। আর আমাদের জায়গায় রিয়াল মাদ্রিদ থাকলে এই জঘন্য ভুল হতো না। লাইন্সম্যান পরে সরিও বলেছে, কিন্তু এখন এটা শোধরানোর উপায় নেই। লাইন্সম্যান অপেক্ষা করতে পারত, রেফারিরও বাঁশি বাজানোর দরকার ছিল না।'

    রিয়াল কী বলছে? 

    রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি পালটা জবাবে বলেছেন, 'ওরা অফসাইডের কথা বললে আমরাও নাচোর গোলের কথা বলব। কিমিখের ওটা পরিষ্কার ডাইভ ছিল'