• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এক নজরে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র

    এক নজরে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র    

    এরই মধ্যে নিশ্চয় জানতেন, নতুন ফরম্যাটে হতে যাচ্ছে এবারের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। মোনাকোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেই ড্রটাই সম্পন্ন হল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ অবশ্য ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আজ পেয়েছেন বিশেষ সম্মাননা। সেই সাথে এবারের প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছেন জিজি বুফন। দুজনকে পুরস্কার বুঝিয়ে দেওয়ার পরেই এবার হয়েছে ড্র।

    ড্রয়ের প্রক্রিয়াটা এবার কিছুটা জটিল বলা চলে। তবে, সহজ করে বললে এবারের ড্র শুরু হয়েছিল মোট ৪টি পট নিয়ে। প্রতি পটে দল ছিল ৮টি। গ্রুপ নির্ধারণের বদলে এবার প্রতি দলের জন্য বরাদ্দ হয়েছে ৮টি প্রতিপক্ষ, যার মধ্যে ৪টি করে ম্যাচ থাকবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। এভাবে প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেলে সেভাবেই নির্ধারিত হয়েছে গ্রুপ।

    প্রশ্ন হল প্রতিপক্ষ কীভাবে নির্ধারণ হল? এভাবে তাহলে পটের কার্যকারিতা কী? প্রথমত, একই দেশের চারটির বেশি ক্লাব যেন কেউ প্রতিপক্ষ হিসেবে না পায় সেই অনুযায়ী সাজানো হয়েছিল পট। সেই অনুযায়ী প্রতি পট থেকেই পরে দুটি করে প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে, একটি হোম ও একটি অ্যাওয়ের জন্য। এভাবে তৈরি হওয়া গ্রুপগুলো থেকেই শীর্ষ দুই দল যাবে শেষ ষোলতে। এরপর টুর্নামেন্ট আগাবে আগের মতই।

    এক নজরে দেখে নেওয়া যাক প্রথম পটের দলগুলো কেমন দল পেয়েছে।

     

    পট ১

     

    রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ

    বরুশিয়া ডর্টমুন্ড (হোম)
    লিভারপুল (অ্যাওয়ে)
    এসি মিলান (হোম)
    আটালান্টা (অ্যাওয়ে)
    রেড বুল সালজবুর্গ (হোম)
    লিল (অ্যাওয়ে)
    স্টুটগার্ট (হোম)
    ব্রেস (অ্যাওয়ে)

    ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ

    ইন্টার মিলান (হোম)
    পিএসজি (অ্যাওয়ে)
    ক্লাব ব্রুজ (হোম)
    জুভেন্টাস (অ্যাওয়ে)
    ফেয়েনুর্দ (হোম)
    স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে)
    স্পার্টা প্রাহা (হোম)
    স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)

    বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ

    পিএসজি (হোম)
    বার্সেলোনা (অ্যাওয়ে)
    বেনফিকা (হোম)
    শাখতার দোনেৎস্ক (অ্যাওয়ে)
    ডাইনামো জাগ্রেব (হোম)
    ফেয়েনুর্দ (অ্যাওয়ে)
    ব্রাতিস্লাভা (হোম)
    অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)

    লিভারপুলের প্রতিপক্ষ

    রিয়াল মাদ্রিদ (হোম)
    আরবি লাইপজিগ (অ্যাওয়ে)
    বেয়ার লেভারকুসেন (হোম)
    এসি মিলান (অ্যাওয়ে)
    লিল (হোম)
    পিএসভি (অ্যাওয়ে)
    বোলোনিয়া (হোম)
    জিরোনা (অ্যাওয়ে)

    বার্সেলোনার প্রতিপক্ষ

    বায়ার্ন মিউনিখ (হোম)
    বরুশিয়া ডর্টমুন্ড(অ্যাওয়ে)
    আটালান্টা (হোম)
    বেনফিকা(অ্যাওয়ে)
    ইয়াং বয়েজ (হোম)
    রেড স্টার বেলগ্রেড (অ্যাওয়ে)
    ব্রেস (হোম)
    মোনাকো (অ্যাওয়ে)

    পিএসজির প্রতিপক্ষ

    ম্যানচেস্টার সিটি (হোম)
    বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে)
    অ্যাটলেটিকো মাদ্রিদ (হোম)
    আর্সেনাল(অ্যাওয়ে)
    পিএসভি (হোম)
    রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে)
    জিরোনা (হোম)
    স্টুটগার্ট (অ্যাওয়ে)

    ইন্টার মিলানের প্রতিপক্ষ

    আরবি লাইপজিগ (হোম)
    ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে)
    আর্সেনাল (হোম)
    বেয়ার লেভারকুসেন(অ্যাওয়ে)
    রেড স্টার বেলগ্রেড (হোম)
    ইয়াং বয়েজ (অ্যাওয়ে)
    মোনাকো (হোম)
    স্পার্টা প্রাহা (অ্যাওয়ে)

    আরবি লাইপজিগের প্রতিপক্ষ

    লিভারপুল (হোম)
    ইন্টার মিলান(অ্যাওয়ে)
    জুভেন্টাস (হোম)
    অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে)
    স্পোর্টিং লিসবন (হোম)
    সেল্টিক (অ্যাওয়ে)
    অ্যাস্টন ভিলা (হোম)
    স্তুরম গ্রাজ (অ্যাওয়ে)

    এছাড়া উল্লেখযোগ্য দলগুলো কেমন প্রতিপক্ষ পেয়েছে সেটাও দেখে নেওয়া যাক।

     

    বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ

    বার্সেলোনা (হোম)
    রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে)
    শাখতার দোনেৎস্ক (হোম)
    ক্লাব ব্রুজ (অ্যাওয়ে)
    সেল্টিক (হোম)
    ডাইনামো জাগ্রেব (অ্যাওয়ে)
    স্তুরম গ্রাজ (হোম)
    বোলোনিয়া (অ্যাওয়ে)

    বেয়ার লেভারকুসেনের প্রতিপক্ষ

    ইন্টার মিলান (হোম)
    লিভারপুল (অ্যাওয়ে)
    এসি মিলান (হোম)
    অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে)
    রেড বুল সালজবুর্গ (হোম)
    ফেয়েনুর্দ (অ্যাওয়ে)
    স্পার্টা প্রাহা (হোম)
    ব্রেস (অ্যাওয়ে)

    অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ

    লাইপজিগ (হোম)
    পিএসজি (অ্যাওয়ে)
    বেয়ার লেভারকুসেন (হোম)
    বেনফিকা(অ্যাওয়ে)
    লিল (হোম)
    রেড বুল সালজবুর্গ (অ্যাওয়ে)
    ব্রাতিস্লাভা (হোম)
    স্পার্টা প্রাহা (অ্যাওয়ে)

    আটালান্টার প্রতিপক্ষ

    রিয়াল মাদ্রিদ (হোম)
    বার্সেলোনা (অ্যাওয়ে)
    আর্সেনাল (হোম)
    শাখতার দোনেৎস্ক(অ্যাওয়ে)
    সেল্টিক (হোম)
    ইয়াং বয়েজ (অ্যাওয়ে)
    স্তুরম গ্রাজ (হোম)
    স্টুটগার্ট (অ্যাওয়ে)

    জুভেন্টাসের প্রতিপক্ষ

    ম্যানচেস্টার সিটি (হোম)
    আরবি লাইপজিগ (অ্যাওয়ে)
    বেনফিকা (হোম)
    ক্লাব ব্রুজ(অ্যাওয়ে)
    পিএসভি (হোম)
    লিল (অ্যাওয়ে)
    স্টুটগার্ট (হোম)
    অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)

    আর্সেনালের প্রতিপক্ষ

    পিএসজি (হোম)
    ইন্টার মিলান (অ্যাওয়ে)
    শাখতার দোনেৎস্ক (হোম)
    আটালান্টা (অ্যাওয়ে)
    ডাইনামো জাগ্রেব (হোম)
    স্পোর্টিং লিসবন (অ্যাওয়ে)
    মোনাকো (হোম)
    জিরোনা (অ্যাওয়ে)