• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগে নকআউটের দৌড়ে এগিয়ে বার্সা, বাকিদের কী অবস্থা?

    চ্যাম্পিয়নস লিগে নকআউটের দৌড়ে এগিয়ে বার্সা, বাকিদের কী অবস্থা?    

    জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর লড়াই। ডর্টমুন্ডকে হারিয়ে বার্সা উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। সবগুলো ম্যাচ জিতে সবার ওপরে লিভারপুল। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল শেষ ১৬তে খেলবে সরাসরি। ৯ থেকে ২৪ নম্বর দলকে খেলে আসতে হবে প্লে অফ। এক নজরে পয়েন্ট তালিকার অবস্থান দেখে নিন 

    রিয়াল সেরা আটে না থাকলেও শীর্ষ ২৪ এ থাকার দৌড়ে আছে। অন্যদিকে ম্যান সিটি জুভেন্টাসের কাছে হেরে চলে গেছে ২২ নম্বরে।