• সিরি আ
  • " />

     

    থুতু ছিটিয়ে ক্ষমা চাইলেন কস্তা

    থুতু ছিটিয়ে ক্ষমা চাইলেন কস্তা    

    শেষ বাঁশি বাজতে কয়েক মিনিট বাকি। এরকম কিছু যে ঘটিয়ে বসবেন, তা হয়ত কেউই কল্পনা করেননি। সাসুুউলোর ফেড্রিকো ডি ফ্রানসিস্কোকে থুতু দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসের ডগলাস কস্তাকে। এই কান্ডের পর অবশ্য ক্ষমা চেয়ে কস্তা বলছেন, এটা তার জীবনের সবচেয়ে বড় ভুলের একটি।

    ৯০ মিনিটে ফ্রানসিস্কোর সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই তর্কের এক পর্যায়ে তার মুখে থুতু দেন কস্তা। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন।

    First, he elbows him in the face, then he headbutts him, and he finishes it off by spitting in Di Francesco's face. Disgusting behavior by Douglas Costa. Spitting in a player's face is one of the worst things you can do on a football pitch. Deserves a very long ban. pic.twitter.com/qWUy5slROy

    — EiF (@EiFSoccer) September 16, 2018

    কস্তা নিজের ভুল অকপটেই স্বীকার করছেন, ‘আমি জুভেন্টাসের সমর্থক, সতীর্থ, প্রতিপক্ষ সবার কাছেই ক্ষমা চাইছি। যা হয়েছে সেটা করা উচিত হয়নি, খুবই বাজে কাজ করেছি। আমি আসলে এরকমটা করতে চাইনি, ক্যারিয়ারে কখনোই এমন কিছু করার কথা ভাবিনি।’

    শুধু ক্ষমা চেয়েই পার পাচ্ছেন না কস্তা। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি বলছেন, ক্লাবের পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে তাকে, ‘হয়ত সে আগের ফাউলের কারণে রেগে ছিল। কিন্তু যত যাই হোক, মাঠে এরকম আচরণ সে করতে পারে না। ক্লাব এই ব্যাপারে অবশ্য ভেবে দেখছে।’

    জানা গেছে, সিরি আ কর্তৃপক্ষ তদন্ত শেষে কস্তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করতে যাচ্ছে। সাথে মোটা অংকের জরিমানাও গুণতে হতে পারে তাকে।