• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসির হ্যাটট্রিকে আর অবাক হইনা: ভালভার্দে

    মেসির হ্যাটট্রিকে আর অবাক হইনা: ভালভার্দে    

     

    অধিনায়ক হওয়ার পর মৌসুমের শুরুতেই বলেছিলেন, এবার যেভাবেই হোক চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা উঁচিয়ে ধরতে চান তিনি। লিওনেল মেসি নিজের সেই স্বপ্নের শুরুটা করলেন দুর্দান্তভাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পিএসভির বিপক্ষে তার হ্যাটট্রিকেই ৪-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, এখন মেসির এরকম হ্যাটট্রিক দেখে খুব একটা অবাক হননা তারা। 

    সাতটি হ্যাটট্রিক নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে সমতায় ছিলেন মেসি। কাল চ্যাম্পিয়নস লিগে নিজের অষ্টম হ্যাটট্রিক পেয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। ভালভার্দে বলছেন, মেসির মতো ফুটবলার দলে থাকা তাদের জন্য আশীর্বাদস্বরূপ, ‘মেসি আপনার দলে আছে মানে আপনি সৌভাগ্যবান। সে আপনার প্রতিপক্ষ হলে সেটা দুর্ভাগ্যের ব্যাপার। সে যে অবিশ্বাস্য ফুটবল খেলছে, সেটা আসলে তার কাছে ‘ডালভাত’ হয়ে গেছে, হ্যাটট্রিক করাটাও । আসলে আমরাও এখন এসবের খুব একটা অবাক হইনা! লা লিগায় আমিও খেলেছি, কিন্তু এত বছরেও তার মতো কাউকে দেখিনি। হয়ত ভবিষ্যতেও এটা দেখা যাবে না।’

    ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেই দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। এই মুহূর্তে ফ্রি কিকে মেসি সেরা, মানছেন ভালভার্দে, ‘ফ্রি কিকটা অসাধারণ ছিল। আগেও অনেককে ফ্রি কিকে গোল করতে দেখেছি, এখনও দেখছি। কিন্তু এই মুহূর্তে মেসির চেয়ে ভালো ফ্রি কিক হয়ত কেউ নিতে পারে না।’

    মেসি তার এই ফর্ম মৌসুমজুড়েই ধরে রাখবেন, এমনটাই প্রার্থনা বার্সা সমর্থকদের।