• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগের ২০ মৌসুমে ক্যাসিয়াসের রেকর্ড

    চ্যাম্পিয়নস লিগের ২০ মৌসুমে ক্যাসিয়াসের রেকর্ড    

     

    অন্য হাই প্রোফাইল ম্যাচের ভিড়ে এই ম্যাচটা নিয়ে তেমন আলোচনা হয়নি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের পোর্তো-শালকে ম্যাচটা অবশ্য ইকার ক্যাসিয়াসের জন্য একটু বিশেষ কিছুই ছিল। এই ম্যাচের মধ্য দিয়েই ২০টি চ্যাম্পিয়নস লিগের মৌসুমে খেলার কীর্তি গড়লেন স্প্যানিশ গোলরক্ষক। তার চেয়ে বেশি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলেননি আর কেউই।

    শুরুটা হয়েছিল ১৯৯৯-২০০০ মৌসুমে। প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলেছিলেন। এরপর টানা ১৫ মৌসুম খেলেছেন রিয়ালের হয়ে, জিতেছেন তিনটি ট্রফিও। ২০১৫-১৬ মৌসুম থেকে খেলছেন পোর্তোর হয়ে। এবার চতুর্থ মৌসুমে পোর্তোর হয়ে মাঠে নেমেছেন। কাল শালকের বিপক্ষে মাঠে নেমে গড়েছেন নতুন রেকর্ড। ২০ মৌসুমে মাঠে নেমে তিনিই এখন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি মৌসুমে খেলা ফুটবলার।

    ক্যাসিয়াসের পরেই আছেন রায়ান গিগস, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন। আরেক ইউনাইটেড ফুটবলার পল স্কোলস খেলেছেন ১৭ মৌসুমে। বার্সেলোনার হয়ে ১৬ মৌসুমে খেলেছেন জাভি। ১৬ মৌসুমে খেলেছে আরিয়ান রোবেনও, আজ নিজের ১৭তম মৌসুমে মাঠে নামবেন। ক্রিশ্চিয়ানো রোনালদো আজ মাঠে নামবেন নিজের ১৬ম মৌসুমে। লিওনেল মেসি খেলেছেন ১৫ টি মৌসুম।

    রেকর্ড গড়ার রাতে ক্যারিয়াসের পোর্তো ১-১ গোলে ড্র করেছে শালকের সাথে।