• সিরি আ
  • " />

     

    হুমকিতে নাইকির সাথে রোনালদোর চুক্তি?

    হুমকিতে নাইকির সাথে রোনালদোর চুক্তি?    

     

    বেশ কয়েকদিন ধরে তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটা নিয়ে বিতর্ক চলছেই। ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন, তার এটা নিয়ে আলোচনা সমালোচনা  যেন থামছেই না। এসবের মাঝে রোনালদোর কপালে দুশ্চিন্তার ভাজ ফেলছে আরেকটি ব্যাপার। ধর্ষণের অভিযোগের পর হুমকি মুখে পড়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকি ও ইএ স্পোর্টসের সাথে রোনালদোর বিলিয়ন ডলারের চুক্তি। 

    ২০০৩ সালে রোনালদোর সাথে চুক্তি করেছিল নাইকি। বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও মাইকেল জর্ডানের পর রোনালদোই বিশ্বের তৃতীয় ব্যক্তি যার সাথে আজীবনের জন্য চুক্তি করেছে কোম্পানিটি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলার সময় নাইকির ৩৫ টি ভিন্ন ডিজাইনের বুট পরে খেলেছেন সিআর সেভেন। ২০১৬ সালে নাইকির সাথে করা নতুন চুক্তিটি ছিল এক বিলিয়ন ডলারের!

    ২০০৯ সালে লাস ভেগাসে ঘটা ধর্ষণের সেই ঘটনার অভিযোগে মোটেও খুশি নয় নাইকি। দুই পক্ষের ১৫ বছরের সুসম্পর্ক কিছুটা হুমকির মাঝেই পড়েছে, ইএসপিএনের কাছে স্বীকার করেছে নাইকি, ‘রোনালদোর বিপক্ষে আনা অভিযোগ নিয়ে আমরা খুবই চিন্তিত, এটা অবশ্যই দুশ্চিন্তার ব্যাপার। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি সবকিছু।’

    এদিকে নাইকির মতো দুশ্চিন্তায় আছে ভিডিও গেম কোম্পানি ইএ স্পোর্টসও, ‘রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। যেহেতু সে আমাদের ‘কভার অ্যাথলেট’, তাই তার ব্যাপারে এরকম অভিযোগ আসাটা একটু চিন্তার বিষয় বটে।’

    ২০১২ সালে ডোপ পাপের অভিযোগ প্রমাণ হওয়ার পর বিশ্বসেরা সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের সাথে চুক্তি বাতিল করেছিল নাইকি।