• প্রীতি ম্যাচ
  • " />

     

    আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতাবেন মেসি: সাম্পাওলি

    আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতাবেন মেসি: সাম্পাওলি    

     

    তার অধীনেই রাশিয়াতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ তো জেতা হয়ইনি, মাত্র দ্বিতীয় রাউন্ডেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। বিশ্বকাপ ব্যর্থতার পর অনুমেয়ভাবেই তাই বরখাস্ত হয়েছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। অনেকেই মনে করছেন, মেসি হয়ত আর কখনোই বিশ্বকাপে খেলবেন না। তবে সাম্পাওলির বিশ্বাস, ঠিকভাবে এগোলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারেন মেসিই!

    বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে দূরেই আছেন মেসি। এই বছর হয়ত আর আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন না। কবে ফিরবেন, সেই ব্যাপারেও কেউই নিশ্চিত নন। বর্তমান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির যেদিন ইচ্ছা হবে সেদিনই তিনি ফিরবেন।

    ২০২২ সালে মেসির বয়স হবে ৩৫। ওই বয়সেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর ক্ষমতা থাকবে মেসির, বলছেন সাম্পাওলি, ‘অবশ্যই যে আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতাতে পারে। মেসি দলকে কীভাবে নেতৃত্ব দেয় সেটা কাছে থেকেই দেখেছি। বিশ্বকাপটা তার চেয়ে বেশি কেউ জিততে চায় না। বাদ পরায় সেই সবচেয়ে মেসি কষ্ট পেয়েছিল। সে অবশ্যই দলে ফিরবে, দলকে বিশ্বকাপে নিয়ে যাবে। কাতারে বিশ্বকাপ জয়ের সুযোগও থাকবে তাদের সামনে।’

    বহু বছর বড় কোনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ জিততে হলে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করার তাগাদা দিলেন সাম্পাওলি, ‘এখন পর্যন্ত যা হয়েছে, সেটাকে মাথায় রেখে প্রস্তুতিটা শুরু করতে হবে।  প্রথমে আগামী কোপার জন্য তৈরি হতে হবে। যদি সেটা নাও জিততে পারে আর্জেন্টিনা, তাও হতাশ না হয়ে বিশ্বকাপের দিকেই মনোযোগ রাখতে হবে। বিশ্বাস হারালে চলবে না, একদিন না একদিন সেই কাঙ্ক্ষিত শিরোপাটা আসবেই।’

    চার বছর পর মেসি আর্জেন্টিনা দলের সাথে থাকবেন কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন।