• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বর্ণবাদী সমর্থকদের জাদুঘরে পাঠাবে চেলসি

    বর্ণবাদী সমর্থকদের জাদুঘরে পাঠাবে চেলসি    

    বর্ণবাদী আচরণের দায়ে সমর্থকদের আর স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করবে না চেলসি। বরং পোল্যান্ডে নাৎসি নির্যাতন ক্যাম্পে করা জাদুঘরে পাঠিয়ে সমর্থকদের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে তারা। আর এই সিদ্ধান্তটা নিয়েছেন খোদ ক্লাব মালিক রোমান আব্রামোভিচের কাছ থেকেই এসেছে।

    চেলসির রাশিয়ান মালিক নিজেও একজন ইহুদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি পার্টির ইহুদী নিধনের সঠিক ইতিহাস সমর্থকদের জানানোর এই প্রকল্পও এসেছে তার মাথাতেই। এর মাধ্যমে ইহুদী বিদ্বেষ কমানোই চেলসির লক্ষ্য। কারণ চেলসি মনে করে সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করে আসলে কাজের কাজ কিছুই হয় না। তাই তাদের সঠিক শিক্ষা আর জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে চায় চেলসি। 

    "আপনি যদি সমর্থকদের নিষিদ্ধ করেন তাতে আসলে তাদের চরিত্রের কোনো পরিবর্তনই হয় না। এই প্রকল্পের মাধ্যমে তারা বুঝতে পারবে তাদের ভুলটা কোথায় আর তাদের ব্যবহারও উন্নত হবে" -চেলসি প্রেসিডেন্ট ব্রুক ব্রুস বলেছেন দ্য সানকে দেওয়া এক সাক্ষাতকারে। 

    ২০১৭ সালে টটেনহাম হটস্পারের বিপক্ষে ম্যাচে চেলসি সমর্থকেরা ইহুদী বিদ্বেষী স্লোগান দিয়েছিল মাঠে। নিজেদের সমর্থকদের কড়া সমালোচনা করেছিল এরপর চেলসি।