• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকছে টাইব্রেকার

    ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকছে টাইব্রেকার    

    ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বুধবার রাত ১২টায়। নামের আগে 'প্রীতি' থাকলেও সুপার ক্লাসিকো তো আর বন্ধুত্বপুর্ণ ম্যাচ নয়। আয়োজকেরা সেটা ভেবেই হয়ত ম্যাচের একটা ফল চাইছেন। প্রীতি ম্যাচ ড্র হলেও তাই খেলা গড়াবে টাইব্রেকারে। এরপর জয়ী দল জেদ্দার কিং ফাহাদ স্টেডিয়ামে উঁচিয়ে ধরবে শিরোপাও।  ৯০ মিনিট শেষেও স্কোরলাইন সমান থাকলে সরাসরিই ম্যাচ গড়াবে টাইব্রেকারে। মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে এমনটাই। 

    ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেই কিছু পরিবর্তন আসতে পারে। আগের ম্যাচে ব্রাজিলের গোল বারের নিচে দাঁড়ানো এডারসন মোরায়েসের জায়গায় অ্যালিসনের ফিরে আশা প্রায় নিশ্চিত। রাইটব্যাক পজিশনেও নামার কথা রয়েছে দানিলোর। আর সৌদি আরবের বিপক্ষে কিছুটা ওপরে উঠে খেলা ফিলিপ কৌতিনহো ফিরে যেতে পারেন মিডফিল্ড পজিশনেই। আক্রমণভাগে নেইমার, হেসুসদের সঙ্গে সঙ্গ দিতে পারেন রিচার্লিসন। 

    আর ইরাকের বিপক্ষে সহজ জয় পাওয়া আর্জেন্টিনা দলেও নিশ্চিতভাবেই পরিবর্তন আসার কথা। মাউরো ইকার্দি, অটামেন্ডি, টালিয়াফিকোরা ফেরার কথা রয়েছে একাদশে। তবে চমক হচ্ছে একাদশ থেকে বাদ পড়তে পারেন পাউলো দিবালা। 




    মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

    * জেদ্দায় ১০৯ বারের মতো মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী 
    * ব্রাজিল জিতেছে ৪৪ টি ম্যাচ
    * আর্জেন্টিনার জয় ৩৯ ম্যাচ
    * সবশেষ ২০১৭ জুনে দুই দলের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা 
    * ১-০ গোলের ওই জয়টাই অবশ্য ব্রাজিলের বিপক্ষে শেষ ৫ দেখায় আর্জেন্টিনার একমাত্র 

    সময়ঃ বুধবার রাত ১২টা