• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    সেই আইসল্যান্ডই পড়ল অবনমনে

    সেই আইসল্যান্ডই পড়ল অবনমনে    

     

    রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিয়ে চমকে দিয়েছিল তারা। আইসল্যান্ডের সেই ‘সুদিন’ বেশিদিন স্থায়ী হলো না। ইউয়েফা নেশনস কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে হেরেই অবনমনে পড়েছে ‘অল-সনসরা’। কাল সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে পোল্যান্ডের পর অবনমনে পড়ল আইসল্যান্ড।

    প্রথম দুই ম্যাচে হেরে চাপেই ছিল আইসল্যান্ড। যে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে ৬-০ গোলে হেরেছিল দল, তাদের বিপক্ষে জয় পাওয়াটা কষ্টকর হবে, সেটা আইসল্যান্ডের জানা ছিল ভালমতোই। প্রথমার্ধে অবশ্য সুইসদের তেমন কোনো আক্রমণ সামলাতে হয়নি আইসল্যান্ড রক্ষণভাগকে। শাকিরিরা বক্সের ভেতর বল নিতে পারেননি, গোলপোস্টের দিকে তেমন জোরালো শটও হয়নি বক্সের বারিয়ে থেকে।

    দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। একের পর এক আক্রমণে দিশেহারা আইসল্যান্ড রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় আইসল্যান্ডের রক্ষণভাগ ভাঙ্গে সুইজারল্যান্ড। ৫২ মিনিটে প্রথম গোল আসে হ্যারিস সেফেরোভিচের পা থেকে। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিচেল ল্যাং।

    দুই গোল খেয়ে মরিয়া আইসল্যান্ড বেশ কয়েকবার ভালো আক্রমণ সাজিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো ফরোয়ার্ডই সেটাকে গোলে পরিণত করতে পারছিলে না। শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে এক গোল শোধ করেন আলফ্রেড ফিনবোগাসন। খেলার বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি আইসল্যান্ড।

    তিন ম্যাচ খেলে একটিতেও জেতেনি আইসল্যান্ড। তারা আগামী বছর খেলবে নেশনস লিগ বিতে।