• প্রীতি ম্যাচ
  • " />

     

    আর্জেন্টিনার হারেও অখুশি নন স্কালোনি

    আর্জেন্টিনার হারেও অখুশি নন স্কালোনি    

     

    শেষ বাঁশি বাজতে আর অল্প কিছুক্ষণ বাকি। ম্যাচ ট্রাইবেকারে যাবে বলেই ধরে নিয়েছেন সবাই। তখনই নেইমারের কর্নার থেকে গোল করে ব্রাজিলকে আনন্দে ভাসান মিরান্ডা, হতাশায় ডোবে আর্জেন্টিনা। তবে ম্যাচ হারলেও খুব একটা কষ্ট পাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। স্কালোনি বলছেন, আর্জেন্টিনা অনেক ভালো খেলায় হেরেও তিনি খুশি।

    নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি নেই। এই আর্জেন্টিনা দল অনেকটাই অনভিজ্ঞ। ইরাকের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর ব্রাজিলের বিপক্ষেও ভালো কিছু করার আশা জেগেছিল। শেষ পর্যন্ত অন্তিম মুহূর্তে গোল হজম করেই হারতে হয়েছে স্কালোনির আর্জেন্টিনাকে।

    পুরো ম্যাচে ভালো খেলায় দলের ওপর সন্তুষ্ট স্কালোনি, ‘আমরা যেভাবে খেলেছি, সেটায় আমি খুবই খুশি। হয়ত ফলাফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু এভাবে হারলেও দুঃখ পাওয়ার কিছু নেই।’

    দলের তরুণদের নিয়ে গর্বিত স্কালোনি, ‘নতুন ফুটবলরা যেভাবে ব্রাজিলের মতো দলের সাথে খেলেছে, এটা অসাধারণ। তারা একটা দল হয়ে খেলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ভবিষ্যতে এটা ধরে রাখতে পারলে ভালো কিছুই অর্জন করবে দলটা।’

    ভবিষ্যতে এই আর্জেন্টিনা দল কী অর্জন করতে পারে, সেটা সময়ই বলে দেবে।