নেশনস লিগের জন্য ইনজুরি বাড়ছে: ক্লপ
ইউয়েফা নেশনস লিগ গিয়ে শুরু থেকেই আলোচনার শেষ নেই। কেউ বলছেন, ভালো হয়েছে এমনটা করেন। এর উল্টোটাও বলেছেন অনেকেই। নেশনস লিগ নিয়ে খুব একটা খুশি হননি, এমন মানুষের তালিকায় আছেন লিভারপুল কোচ ক্লপও। ক্লপ বলছেন, নেশনস লিগের ব্যস্ত সূচীর কারণে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না, হচ্ছে অনাকাঙ্ক্ষিত ইনজুরিও।
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গত সপ্তাহে ইনজুরিতে পড়েছেন চারজন লিভারপুল ফুটবলার। মোহামেদ সালাহ, ভ্যান ডিক, সাদিও মাকে ও নেবি কেইতার ইনজুরি নিয়ে তাই দুশ্চিন্তায় আছেন ক্লপ। যদিও শুরু ভ্যান ডিকই খেলেছেন নেশনস লিগে, তাও ক্লপের রাগটা নেশনস লিগের ওপরেই সবচেয়ে বেশি, ‘অনেকে নেশনস লিগ নিয়ে অনেক মন্তব্য করছেন। আমার মতে, এটার কারণে অনেক বেশি খেলতে হচ্ছে সবাইকে। এটা প্রীতি ম্যাচের চেয়ে ভালো, সেটা মানতেই হবে। কিন্তু নেশনস লিগে খেলার জন্য কারো বিশ্রামটাই হচ্ছে না। দুদিন পরপরই মাঠে নামতে হচ্ছে, ভ্রমণের ধকল তো আছেই। সাথে যোগ হচ্ছে ইনজুরি। এটা তো কারো জন্যই সুখকর নয়।
ফুটবলারদের বিশ্রামটাই যে সবচেয়ে বেশি জরুরী, এটা ইউয়েফাকে মনে করিয়ে দিলেন ক্লপ, ‘তারা তো শুধু খেলেই যাচ্ছে। সবাইকে আগে ফুটবলারদের শরীরের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। ম্যাচ হবে, সেটায় কারো সমস্যা নেই। কিন্তু একটা নির্দিষ্ট বিরতির পরপর সেটা হওয়া উচিত। ক্লাব ফুটবলের কথাটাও মাথায় রাখতে হবে।’
রাতে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে লিভারপুল।