সিলেট সিক্সার্সে আসছেন ওয়ার্নার
সাবেক অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে বলে জানিয়েছে সিলেট সিক্সার্স। এই প্রথম বিপিএল খেলতে আসছেন তিনি। নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানের পর অনিবন্ধিত দ্বিতীয় বিদেশী ক্রিকেটার হিসেবে এই বাঁহাতি ওপেনারকে দলে নিয়েছে সিলেট।
কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর আন্তর্জাতিক ও রাজ্য ক্রিকেট থেকে ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে, সঙ্গে ৯ মাসের জন্য ক্যামেরন ব্যানক্রফটকে বহিষ্কার করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগের এবারের আসরেও নিষিদ্ধ তারা।
তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএলে খেলেছেন ওয়ার্নার। বিদেশের ঘরোয়া লিগে খেলতে বাধা নেই তাদের। অবশ্য আইপিএলে তাদেরকে নিষিদ্ধ করেছিল বিসিসিআই।
বিপিএলের এবারের আসরে চারজন করে ক্রিকেটার ধরে রাখার পাশাপাশি প্লেয়ার্স ড্রাফটের বাইরে দুইজন বিদেশী অনিবন্ধিত ক্রিকেটার খেলাতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সাব্বির রহমান, নাসির হোসেন ও পাকিস্তানের সোহেল তানভীরকে ধরে রেখেছে তারা। নতুন আইকন ক্রিকেটার হিসেবে সিক্সার্সে খেলবেন লিটন দাস।
২৮ অক্টোবর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। আর টুর্নামেন্ট শুরু হতে পারে আগামী বছরের ৫ জানুয়ারি থেকে।