• প্রীতি ম্যাচ
  • " />

     

    বিদায়ী ম্যাচে অধিনায়ক হবেন রুনি

    বিদায়ী ম্যাচে অধিনায়ক হবেন রুনি    

     

    অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরই। নিজের বিদায়ী ম্যাচ খেলতে ৭৩৪ দিন পর মাঠে নামছেন ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি। ইংলিশ ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে রুনির গায়ে থাকবে সেই চিরচেনা ১০ নম্বর জার্সি, দলের অধিনায়কও থাকবেন তিনিই।

    শেষবার ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের ১১ নভেম্বর। ২০১৭ সালের মার্চে তাকে দল থেকে বাদ দেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। সেই বছরের আগস্টেই অবসরের ঘোষণা দেন রুনি। অবসরের এক বছর পর গত ৪ নভেম্বর জানা যায়, নিজের বিদায় ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবেন রুনি। আজ জাতীয় দলের জার্সি গায়ে নিজের ১২০তম ম্যাচ খেলবেন তিনি। 

    রুনির অবসরের পর ইংল্যান্ডের ১০ নম্ব জার্সি এখন রহিম স্টার্লিংয়ের। তবে বিদায়ী ম্যাচে ১০ নম্বর জার্সিটা রুনির গায়েই থাকবে, এমনটাই জানালেন কোচ সাউথগেট, ‘ফুটবলাররা এটা নিয়ে আলোচনা করেছেন। কেইন আমাকে বলেছেন, রুনি এমন একটা জার্সি পরে মাঠে নামবে যা সে আগে পরেনি, এটা ঠিক হবে না। তাই সে যেন ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই রুনিকে সম্মান জানানোর জন্যই এমনটা করেছে।’

    এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাচে অধিনায়ক করা হয়েছে ফ্যাবিয়ান ডেলফকে। ডেলফ জানিয়েছেন, বদলি হিসেবে যখন রুনি নামবেন, অধিনায়কের আর্মব্যান্ড তার হাতেই বেঁধে দেবেন, ‘যখন আমি ইংল্যান্ড দলে প্রথম খেলতে এসেছিলাম, তখন রুনিই অধিনায়ক ছিলেন। তিনি আমার কাঁধে হাত রেখে স্বাগতম জানিয়েছিলেন। বিদায়ী ম্যাচে তিনি যখনই মাঠে নামবেন, তাঁর হাতেই অধিনায়কের আর্মব্যান্ডটা দেবো।’

    প্রিয় ১০ নম্বর জার্সি পরছেন, বাহুতে বাঁধা থাকবে অধিনায়কের আর্মব্যান্ডও। বিদায়ী ম্যাচে গোল পেলে হয়ত ষোলকলা পূর্ণ হবে রুনির।