• প্রীতি ম্যাচ
  • " />

     

    জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা

    জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা    

     

    আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ব্রাজিলের কাছে হেরেছিল লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। বিশ্বকাপের পর নিজেদের পঞ্চম প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয়ের ধারায় ফিরেছে লিওনেল স্কালোনির দল। ঘরের মাঠে রামিরো ফুয়েনস মোরি ও প্রতিপক্ষের এক আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

    আর্জেন্টিনার করদোবায় ম্যাচের ২ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারত মেক্সিকো। মার্কো ফ্যাবিয়ানের ক্রসে রাউল হিমেনেজের হেড পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই ফ্যাবিয়ানের দারুণ এক শট ঠেকিয়ে দেন আগুস্তিন মার্চেনিজ। এরপর নিজের রক্ষণভাগ বেশ গুছিয়ে নেয় আর্জেন্টিনা, তারা আক্রমণেও উঠেছে বেশ কয়েকবার। অন্যদিকে প্রথম কয়েক মিনিটের আক্রমণের পর বেশ ঝিমিয়ে পড়ে মেক্সিকান ফরোয়ার্ডরা।

    ২৬ মিনিটে প্রথম সুযোগ আসে পাউলো দিবালার সামনে। জিওভানি সেলসোর পাসে বক্সের ভেতরে নেওয়া দিবালার শট ঠেকিয়ে দেন মেক্সিকো কিপার। ৩৩ মিনিটে রেঞ্জো সারাভিয়াকেও হতাশ করেন  গিলের্মো ওচোয়া। ৩৮ মিনিটে ওচোয়া ঠেকিয়ে দেন লাউতারো মার্টিনেজের হেডও। একের পর এক সেভে আর্জেন্টাইনদের হতাশা শুধু বাড়িয়েই যাচ্ছিলেন তিনি।

    অবশেষে ৪৪ মিনিটে প্রথম গোলের দেখায় পায় আর্জেন্টিনা। সেট পিস থেকে দিবালার দারুণ এক ক্রসে হেড করে বল জালে জড়ান মোরি। ওচোয়ার এবার চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

    দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই তেমন একটা আক্রমণ সাজাতে পারেনি। ৪৭ মিনিটে রদ্রিগো পলের দুর্বল শট ধরে ফেলেন ওচোয়া। কিছুক্ষণ পর দিবালার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭ মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় সেলসোর শটও।

    ম্যাচের তখন ৭ মিনিট বাকি। সারাভিয়ার ক্রস ক্লিয়ার করতে গিয়েই আত্মঘাতী গোল করে বসেন ইসাক ব্রিসুয়েলা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। স্কালোনির অধীনে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো। আগামী বুধবার আবার মুখোমুখি হবে আর্জেন্টিনা-মেক্সিকো।