• বিপিএল ২০১৯
  • " />

     

    স্মিথকে খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি

    স্মিথকে খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি    

     

    তাঁকে দলে নিয়ে সবাইকে বেশ চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। গত সপ্তাহে অবশ্য নিয়ম বহির্ভূতভাবে স্টিভ স্মিথকে দলে ভেড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিল বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। তাদের সমর্থন জানিয়েছিল অন্যরাও। শেষ পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বিপিএলের আগামী আসরে খেলার অনুমতি পাবেন না স্মিথ। যদিও কুমিল্লা এরপরও চেষ্টা করে যাচ্ছে স্মিথকে পাওয়ার। শেষ পর্যন্ত কী হয়, সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

    নভেম্বরের শেষে হুট করেই ঘোষণা আসে, স্মিথ খেলতে আসবেন কুমিল্লার হয়ে। তবে ড্রাফটের বাইরে থেকে স্মিথকে দলে নেওয়ায় তাঁর খেলা নিয়ে সংশয় জাগে। বিপিএলের নিয়ম অনুযায়ী, ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় কেনার কোনো নিয়ম নেই। তবে বিপিএলের বিপণন ও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই টেকনিক্যাল কমিটি অনুমোদন দিয়েছিল ব্যাপারটা। এরপর একটি ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারে আপত্তি তোলে, তাদের সাথে একমত হয় অন্যরাও। টেকনিক্যাল কমিটি এরপর জানিয়েছিল, স্মিথের খেলা না খেলা নির্ভর করবে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই।

    কুমিল্লার প্রধান নির্বাহী একেএম জাকি ক্রিকবাজকে জানিয়েছেন, স্মিথকে না খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে বোর্ড, ‘স্মিথ এই আসরে আমাদের হয়ে খেলতে পারবেন না। এই ব্যাপারে বিসিবির একটি মেইল পেয়েছিল আমরা।’

    কথা ছিল, কুমিল্লার শোয়েব মালিক দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলার জন্য পাকিস্তানের সাথে যোগ দেবেন ১৯ জানুয়ারির আগেই। মালিকের পরিবর্তনে তখন কুমিল্লার হয়ে খেলতে আসার কথা ছিল স্মিথের। শেষ পর্যন্ত বিপিএলে আর খেলা হচ্ছে না তাঁর। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা স্মিথের আরেক অস্ট্রেলিয়ান সতীর্থ ডেভিড ওয়ার্নার অবশ্য অধিনায়ক হিসেবেই খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে।