• লা লিগা
  • " />

     

    রিয়ালকে গার্ড অফ অনার দেবে ভিয়ারিয়াল

    রিয়ালকে গার্ড অফ অনার দেবে ভিয়ারিয়াল    

    গত বছর গ্রেমিওকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। সপ্তাহখানেক পর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো। নিয়মানুযায়ী রিয়ালকে 'গার্ড অফ অনার' দেওয়ার কথা থাকলেও অস্বীকৃতি জানায় বার্সা। তবে এবার আর এমনটা হচ্ছে না। টানা তৃতীয়বারের মত ক্লাব বিশ্বকাপ জেতা রিয়ালকে আগামীকালের ম্যাচে ঠিকই 'গার্ড অফ অনার' দেবে ভিয়ারিয়াল।

     

    বার্সা অংশগ্রহণ করেছে, এমন টুর্নামেন্টের বিজয়ীদেরই কেবল সংবর্ধনা জানাবে তারা- রিয়ালকে 'গার্ড অফ অনার' না দেওয়ার কারণ হিসেবে এমন কারণই দর্শিয়েছিলেন বার্সার এক ডিরেক্টর গিলের্মো আমোর। বার্সার এই অস্বীকৃতির জের ধরে গত মৌসুমে মেসিদের লা লিগা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হওয়ার পর অনুষ্ঠিত হওয়া ক্লাসিকোতে 'গার্ড অফ অনার' দেয়নি রিয়াল। তবে ভিয়ারিয়ালের ক্ষেত্রে হিসেবটা একেবারেই ভিন্ন। ইউরোপ বা বৈশ্বিক কোনও টুর্নামেন্টে স্পেনের কেউ জয়ী হলেই তাদের গার্ড অফ অনার দেবে ভিয়ারিয়াল। ক্লাব প্রেসিডেন্ট ফার্নান্দো রৌগ নিজেই জানিয়েছেন সেটা। ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ জেতা পেপ গার্দিওলার বার্সাকেও 'গার্ড অফ অনার' দিয়েছিল ভিয়ারিয়াল। এমনকি গত মৌসুমেই বার্সার লা লিগা জয় নিশ্চিত হওয়ার পর রিয়াল না দিলেও বার্সাকে ঠিকই গার্ড অফ অনার দিয়েছিল 'ইয়েলো সাবমেরিন'রা।