• প্রীতি ম্যাচ
  • " />

     

    মার্চেই আকাশী-নীল জার্সিতে ফিরছেন মেসি?

    মার্চেই আকাশী-নীল জার্সিতে ফিরছেন মেসি?    

    বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত তিনি। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি কবে ফিরবেন, সে নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই। নতুন বছরের শুরুতেই গুঞ্জন উঠেছে, দীর্ঘ বিরতির পর বার্সেলোনার ক্যাম্প ন্যুতেই আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে মেসিকে।

    শেষবার আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে দেখা গেছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মেসির দল। এরপর কোচ হোর্হে সাম্পাওলি বরখাস্ত হয়েছেন, দায়িত্ব নিয়েছেন লিওনেল স্কালোনি।

    নতুন কোচের অধীনে প্রায় সাত মাস পেরিয়ে গেলেও আর্জেন্টিনা দলে ফেরেননি মেসি। খোদ স্কালোনিও মেসির সাথে বেশ কয়েক দফা আলোচনা করে জানিয়েছিলেন, ২০১৯ সালেই ফিরবেন তিনি। বিশেষ করে কোপা আমেরিকার আগেই দলের নেতৃত্ব নিয়ে মাঠে ফেরার কথা মেসির।

    এখন শোনা যাচ্ছে, আগামী ২২ কিংবা ২৬ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ফিরতে পারেন মেসি। ম্যাচটি হতে পারে মেসির ক্লাব বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। সেখানে না হলে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে হতে পারে ম্যাচটি।

    শেষ পর্যন্ত মেসি কবে ফিরবেন, সেই ধোঁয়াশা এখনো কাটছে না। আর্জেন্টিনা সমর্থকরা নিশ্চয়ই চাইবেন, ন্যু ক্যাম্পে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরুক মেসি।