'বিপিএলে স্নিকো বা ডিআরএস থাকা উচিত'
বিপিএলের এবারের মৌসুমের প্রথম ম্যাচ শেষেই আলোচনায় ডিআরএস। প্রথমবারের মতো এবার রিভিউ চালু হয়েছে বটে, কিন্তু তাতে হটস্পট দূরে থাক, আল্ট্রাএজ বা স্নিকোর মতোই কিছু নেই। প্রথম দিনেই এমন অন্তত দুইটি সিদ্ধান্ত নিয়ে ছিল প্রশ্ন। আজও যেমন কুমিল্লার অধিনায়ক স্টিভ স্মিথের আউটটা কীভাবে তৃতীয় আম্পায়ার দিলেন, সেটি নিয়েও আছে প্রশ্ন। কুমিল্লা কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও সংবাদ সম্মেলনে মানলেন, ডিআরএস থাকলে স্নিকো বা আল্ট্রাএজ থাকা উচিত।
সালাহউদ্দিন অবশ্য শুরুতেই বললেন, স্নিকো বা এমন কিছু না থাকার সিদ্ধান্ত তারা আগেই জানতেন, ‘এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো ও আল্টা এজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তারা দিতে পারেনি। এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে। এই কারণে আমাদের কিছু বলার নেই। শুরু হক-আই থাকবে, অন্য কিছু থাকবে না, এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে।’
সালাহউদ্দিন স্বীকার করলেন, শুধু হক আই দিয়ে খুব একটা লাভ হচ্ছে না। বিপিএলের মতো আসরে বাকি প্রযুক্তিও থাকা উচিত, ‘আমরা বলেছিলাম, এটা থাকাতে খুব একটা যে লাভ হচ্ছে তা কিন্তু না। শুধু লেগ বিফরের ক্ষেত্রে হয়তো ঠিক সিদ্ধান্তটা আসছে, আর বাকি গুলোয় ডাউট থাকতেই হচ্ছে। আমার মনে হয় এখন যেই সময় এসেছে আমাদের, এগুলো আমাদের অবশ্যই থাকা উচিত। আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, এখন তো আসলে এগুলো থাকাই উচিত।’
শোনা গেছে, স্নিকো বসানো নিয়ে আজ বিসিবির সঙ্গে বৈঠক করবে অফিসিয়াল ব্রডকাস্টিং কোম্পানি রিয়াল ইমপ্যাক্ট। তবে চাকুর সিদ্ধান্ত হলেও বিপিএলের মধ্যে কবে থেকে সেটা বাস্তবায়িত হবে, সেই প্রশ্ন থেকেই গেছে।
ঠিক ডিআরএস না হলেও আজ আরেকটি আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়েও ছিল প্রশ্ন। তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গিয়েছিলেন ওয়ার্নার। যদিও রিপ্লে দেখে মনে হয়েছে, বল যখন স্টাম্প ভেঙেছে হৃদয়ের ব্যাট বাতাসে ছিল, আর ওয়ার্নার ঢুকে পড়েছিলেম ক্রিজে। তৃতীয় আম্পায়ার শরফুদ্দিন সৈকত ওয়ার্নারকেই আউট ঘোষণা করলেন। সিলেট সিক্সারস অধিনায়ক অবশ্য এ নিয়ে কিছু বললেন না, ‘সবাই বলছে আমি আউট ছিলাম না। আমি অবশ্য দেখিনি কী হয়েছে। তবে আমি কিন্তু ঢুকে পড়েছিলাম। আর আপনি যদি ক্যামেরার পেছনে থেকে এরকম কিছু এড়িয়ে যান, তাহলে আমি জানি না কী বলব। যারা সিদ্ধান্ত নেয় তাদের পক্ষ থেকে আমি কিছু বলতে পারব না। আর আউট যখন দিয়েছেন, তখন আউটই। এটা আমাকে মেনে নিতে হবে।’